ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বেলুন উত্তোলন ও মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখ (১৪২৯ বঙ্গাব্দ) উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯ টার দিকে প্রশাসন ভবন চত্বরে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিনের কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া।
পরবর্তীতে সকাল সাড়ে ৯ টার দিকে প্রশাসন ভবন চত্বর হতে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রশাসন ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বট চত্বরে এসে শেষ হয়। শোবাযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, বিভাগ, হল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ।
পত্রিকা একাত্তর/ সামী আল সাদ আওন
ইবিতে নানা আয়োজনে নববর্ষ উদযাপন
১৪ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
