সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি আধা মণ পেঁয়াজে একটি তরমুজ নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র বাবা আ.লীগ নেতা, ছেলে ছাত্রদল সভাপতি প‌হেলা বৈশা‌খে ইলিশ‌কে ‘না’ ব‌লি ঈদের খুশি ছড়িয়ে দিয়ে মহসিনা মায়ার ব্যাতিক্রমী উদ্যোগ নড়াইলে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ১০ লাখ মুসল্লি নিয়ে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুরে বাংলাদেশের সম্পদ মিলছে ভারতের সরকারি হাসপাতালে মনুষত্বের অবক্ষয় কবিতা: বছর শেষে বীরের কথা

বিশ্বসেরা গবেষক জবির ৫০ শিক্ষক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২২, ৩ বছর আগে, : 0

বিশ্বসেরা গবেষক জবির ৫০ শিক্ষক
অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২২ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষক। শনিবার (২৩ এপ্রিল) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
মূলত বিশ্বের ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের ৭ লাখ ২৯ হাজার গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন। আন্তর্জাতিকমানের এ সূচকটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্য মতে, ১২ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে।
এডি সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিং-২০২২ এর তালিকায় বাংলাদেশের ২ হাজার ৭৭১ জন গবেষক স্থান পেয়েছেন। এর মধ্যে জবির ৫০ জন শিক্ষক স্থান পেয়েছেন।
প্রকাশিত তালিকায়, জবির ৫০ শিক্ষকদের মধ্যে রয়েছেন সালেহ আহাম্মেদ, মো. শরিফুল আলম, মইনুল হাসান, মো. আব্দুল বাকী, সজল হালদার, শান্তনু কুমার সান্যাল, সায়েমা খানম, সজীব সাহা, মল্লিক আকরাম হোসাইন,  পরিমাল বালা, মো. ইলিয়াস, আল হাকিম, বিশ্বজিৎ কুমার বিশ্বাস, লাইসা আহমেদ লিসা, মো. আবু লায়েক, মো. আব্দুল কাদের,
মো. সারোয়ার আলম, মো. সগীর হোসাইন খন্দকার, আব্দুল্লাহ আল মমিন, কাজী সাখাওয়াত হোসাইন, মো. বায়েজিদ আলী, মো. রিওন তানভীর, মনোয়ারুল ইসলাম, মো. রাজদৌলা রাফি, তাপস চন্দ্র পাল, এ এম এম গোলাম আদম, হাসিবুল হাসান, মো. জহির উদ্দীন আরিফ, শারবান তহুরা, মো. একরামুল করিম ও মোশতাক আহমেদ, মোহাম্মদ সায়েদ আলম, মোহাম্মদ মুশাররফ হোসাইন,
সায়েদ তাসনিম তৌহিদ, মো. দেলোয়ার হোসাইন, এম এ মামুন, কুতুব উদ্দিন, মো. আল-আমিন হক, আতিকুল ইসলাম, মো. জুলফিকার মাহমুদ, মো. নূরে আলম আব্দুল্লাহ, মোহাম্মদ লোকমান হোসাইন, আতিকুল ইসলাম, রাজিবুল আকন্দ, মোহাম্মদ আলী, মো. শাহজাহান, জয়ন্ত কুমার সাহা, জাহিদ হাসান, এ কে এম লুৎফর রহমান।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গবেষকদের মধ্যে স্থান পাওয়া এইচ এম সাইদুর রহমান বলেন, আমার গবেষণামূলক কাজ ছিল মূলত সাইকোলজিক্যাল বিষয়ের উপর ভিত্তি করে হিউম্যান লিডারশীপ এন্ড বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে গবেষণা করা যা আমার পিএইচডির ও একটা অংশ ছিল।
প্রসঙ্গত, সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিং গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে।
পত্রিকা একাত্তর / অশ্রু মল্লিক