শিক্ষা, ভ্রাতৃত্ব, প্রগতি, একতা ও মানবতার পথে লক্ষ্য নিয়ে গঠিত, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজস্থ মেহেন্দিগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ। মেহেন্দিগঞ্জ জেলা থেকে আগত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয় সংগঠনটি।
তাদের লক্ষ্য মেহেন্দিগঞ্জ জেলা থেকে আগত অত্র কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতা করা। এছাড়াও উক্ত জেলার যেসকল শিক্ষার্থীরা দারিদ্রতার জন্য ফরম ফিলাপসহ ভর্তি কার্যক্রম চালাতে পারে না তাদেরও আর্থিক ভাবে এ সংগঠন সহযোগিতা করে থাকে।
পবিত্র রমজান মাসে এই শিক্ষা বান্ধব সংগঠনটির উদ্যোগ আয়োজন করা হয়েছে ইফতার মাহফিল। অত্র কলেজ অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। আয়োজনে সন্তুষ্ট প্রকাশ করে মেহেন্দিগঞ্জ জেলা থেকে আগত শিক্ষার্থীরা জানান, এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের জেলার বড় ভাইদের সাথে পরিচয় হওয়ার সুযোগ পেয়েছি আশা করি আগামী বছর গুলোতে এই ধরনের আয়োজন অব্যাহত রাখবেন সংশ্লিষ্টরা।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি সাকিন মনির ও সাধারণ সম্পাদক রাসেল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ জেলার সাবেক এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ এবং বাংলাদেশ ছাত্রলীগ শহীদ সোহরাওয়ার্দী কলেজের বিভিন্ন নেতৃবৃন্দ।
পত্রিকা একাত্তর / অপূর্ব চক্রবর্তী
ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে ইফতার মাহফিল
২৬ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
