সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

গ্ৰীন ভয়েস জবি শাখার নেতৃত্বে ফারজানা ও মিল্টন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

২৩ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0

গ্ৰীন ভয়েস জবি শাখার নেতৃত্বে ফারজানা ও মিল্টন
গ্রীন ভয়েস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ভূগোল ও পরিবেশ বিভাগের আতকিয়া ফারজানাকে সভাপতি ও মাহমুদুল হাসান মিল্টনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
গত শুক্রবার (২২ এপ্রিল) উপদেষ্টামণ্ডলী ও গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক মোঃ আলমগীর কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাকুরা ইসলাম, লিমন সরদার, জিয়াদ মাহমুদ, পলাশ চন্দ্র দাস, আশিক বিল্লাহ, ইমাম হাসান রুমন, সানজাদুর রহমান, সিয়াম উর রহমান খান। 
যুগ্মসাধারণ সম্পাদক পদে রয়েছেন তাসিম ফেরদৌস, মোকসছদুল ইসলাম লিম, মোঃ তালহা, আশরাফুজ্জামান সাকিব, রোকনুজ্জামান সবুজ, আফজাল শরীফ, মোঃ মোরশেদ হাসান আসিফ। 
এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত থাকবেন ওমর ফারুক ও সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইমরান হোসেন, ফারহান আহমেদ রাফিদ, ফজলে রাব্বী, রেজওয়ানা বিনতে রিজভী, সাকিব মাহমুদ, জয় সরকার, পর্ণা নন্দী ও অন্তর হাসান। 
প্রচার সম্পাদক ও উপ-প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন শ্রেয়শী শিকদার ও অশ্রু মল্লিক প্রলয়, দপ্তর সম্পাদক ও উপদপ্তর সম্পাদক মহামুদুল হাসান নোমান ও ফুয়াদ হাসান শাওন, কোষাধক্ষ্য ও উপ কোষাধক্ষ্য এনামুল হাসান ও আরবিন সিদ্দিকা নীরা, নারী ও উপনারী সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক প্রণতি বিশ্বাস রাফিয়া তাসনিম, ক্রিড়া ও সহ-ক্রিড়া বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও তাহসিন সরোয়ার, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সানজিদা মাহমুদ মৃষ্টি। 
স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ফাজিয়া আফসান, সমাজ ও সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ ও জান্নাতুল ফেরদৌস, আপ্যায়ন ও সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ রাফিউল ও মোঃ শাহ আলম সৈকত, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তানজীম নূর আনজুম, পাঠ ও উপ-পাঠচক্র বিষয়ক সম্পাদক নওশীন তাবাসসুম ও মাসুমা আক্তার, আইন ও সহ-আইন বিষয়ক সম্পাদক মেহরাব হাসান মুন ও মুনতাহিনা তিশা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুমায়রা তাবাসসুম ও বিতর্ক বিষয়ক সম্পাদক হলেন ফাতেমা চৌধুরী ও উর্মি আক্তার পুতুল। 
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জুনাইদ কাদির, হাসান আলি, মিলি আক্তার, নুরুন নাহার শ্রাবণী ও নন্দিতা দাস পৃথা। এ বিষয়ে সাবেক সাধারণ সম্পাদক মীর হোসেন বলেন, নবগঠিত কমিটির সকল সদস্যকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। পূর্ববর্তী ব্যর্থতাকে ছেপে দিয়ে নতুন কমিটির মাধ্যমে এগিয়ে যাবে গ্ৰীন ভয়েসের কার্যক্রম। 
নবনির্বাচিত সভাপতি আতকিয়া ফারজানা বলেন, প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি যারা এই গুরু দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছেন। প্রকৃতি আমাদের নিঃস্বার্থভাবে বেঁচে থাকার জন্য অক্সিজেন সরবরাহ করে। যে অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্তও কল্পনা করতে পারিনা।
পরিবেশের কাজে আমাদের সবাইকে আত্মনিয়োগ করতে হবে। কারন, এই পরিবেশ বাঁচলে দেশ বাঁচবে আর পৃথিবী বাঁচলে আমরা বাঁচবো। "যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে" স্লোগানকে সামনে রেখে আমরা আমাদের গ্রীন ভয়েসের কার্যক্রম শুরু করব। 
এ বিষয়ে সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিল্টন বলেন, গ্ৰীন ভয়েস জবি শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য কেন্দ্রীয় সমন্বয়ক আলমগীর কবীর ভাইকে অসংখ্য ধন্যবাদ। সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে গ্রীন ভয়েস , জবি শাখা কাজ করে যাবে। বুড়িগঙ্গাসহ আশেপাশের সব নদী রক্ষার জন্য আমাদের মহাপরিকল্পনা গ্রহণ করা হবে।
এছাড়া গ্রীন ভয়েসের সাথে যুক্ত প্রত্যেক সদস্যকে প্রকৃত এবং সচেতন নাগরিক হিসেবে তৈরী করাই হবে আমাদের লক্ষ্য।
পত্রিকা একাত্তর / অশ্রু মল্লিক