ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃহত্তর ঢাকা ( ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ) জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ৩১৫ নম্বর কক্ষে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে ঢাকাস্থ ইবিতে পড়ুয়া বিভিন্ন বিভাগের পৃরায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ঢাকা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি অমিত হাসান রাহিতের সভাপতিত্বে এবং হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমীন, অধ্যাপক ড. মোঃ আলীনূর রহমান, অধ্যাপক ড. মোঃ ইকবাল হোছাইন, অধ্যাপক ড. এ এস এম শরফরাজ নওয়াজ এবং ড. মুর্শিদ আলম।
পরে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
পত্রিকা একাত্তর/ সামি আল সাদ
ইবিতে ঢাকা ছাত্রকল্যাণের ইফতার ও দোয়া মাহফিল
১০ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
