নীলফামারী জেলার চিলাহাটিতে গত বছরের তুলনায় এ বছর আম গাছে মুকুল ফুটেছে কম। এর উপর অসময়ে বৃষ্টির কারণে আমের ফলন নিয়ে শঙ্কায় চাষিরা।
তবে আম চাষীদের মনে শঙ্কা বৈশাখের শুরুতে গতবারের মতো এবারও ঝড় হলে সমস্ত আমের গুটি পড়ে যাবে।
তার উপরও আম গাছে পোকার উপদ্রব দেখা দিয়েছে। এজন্য আম গাছে বারবার স্প্রে করা হচ্ছে।
পত্রিকা একাত্তর/ মোঃ শাহাজাহান বিপ্লবী (সুমন)
আমের ফলন নিয়ে শঙ্কায় চাষি
৯ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
