সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

জবির বরিশাল জেলা ছাত্র কল্যাণের সভাপতি সাইদুল ও সম্পাদক হিমু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

৭ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0

জবির বরিশাল জেলা ছাত্র কল্যাণের সভাপতি সাইদুল ও সম্পাদক হিমু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদ শাখার নবনির্বাচিত সভাপতি সাইদুল ইসলাম সাঈদ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হিমু।


বুধবার (৬ এপ্রিল) বরিশাল জেলা ছাত্র কল্যাণের উপদেষ্টামণ্ডলী ও সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়। 

উক্ত কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম আপন, কাজী মোকছেদ, আবু রায়হান, রাকিব শরীফ, মোঃ রায়হান বাহাদুর ও মেহজাবিন মোনা, যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম আলিফ, ফাইজুল আজাদ রুদ্র, কামরুন নেসা লোপা, মোহাম্মদ সিয়াম হোসাইন। এছাড়াও সাংগঠনিক সম্পাদকের পদে রয়েছেন দুর্জয় খাসকেল, মাহমুদুল হাসান ইমন, রাজিব আহমেদ জীবন, নিপা রানী সাহা। দপ্তর সম্পাদক পদে মোঃ রাজিব হোসাইন রাজু ও প্রচার সম্পাদকের দায়িত্বে নাঈম‌ ঊর রহমান। 


নব-নির্বাচিত সভাপতি সাইদুল ইসলাম সাঈদ বলেন,সকলের সার্বিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের বরিশাল পরিবার হবে একটি সংঘবদ্ধ পরিবার। এই পরিবারকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই বহুদূর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বরিশাল ছাত্রকল্যাণ পরিষদ হবে একটি ব্র্যান্ড সংগঠন ইনশাআল্লাহ।
 

এ বিষয়ে সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হিমু বলেন, প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি যারা এই গুরু দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছেন। নিজ জেলার ছাত্রছাত্রীদের সব রকম সুযোগ সুবিধা নিশ্চিত করণের লক্ষ্য নিয়ে আমরা কাজ করবো। বরিশাল থেকে আগত সকল শিক্ষার্থীদের পাশে থাকার মাধ্যমে আমাদের সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাব। সবার সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করণই আমাদের এক এবং একমাত্র লক্ষ্য৷ পথচলায় সকলের দোয়া ও সহযোগীতা কামনা করি।

প্রসঙ্গত আগামী ১৫ দিনের মধ্যে বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদ শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হবে।
পত্রিকা একাত্তর/ অশ্রু মল্লিক