ইসলামী বিশ্ববিদ্যালয়ে রমজান মাসে চলবে ক্লাস ও পরীক্ষা। আগামী ২০ এপ্রিল পর্যন্ত ক্লাস চলমান থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মু. আতাউর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিস সসময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। দুপুর ১ঃ১৫ থেকে ১ঃ৩০ পর্যন্ত যোহরের নামাজের জন্য কর্মবিরতি থাকবে। ২০ এপ্রিল বুধবার পর্যন্ত ছাত্রছাত্রীদের ক্লাস চালু থাকবে এবং স্ব স্ব বিভাগ তাদের সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষা সমূহ গ্রহণ করবেন।
পত্রিকা একাত্তর/ সামি
ইবিতে রমজান মাসে চলবে ক্লাস পরীক্ষা
২৮ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0
