সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

জবিতে গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্বলন ও স্ক্রল পেইন্টিং

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

২৫ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0

জবিতে গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্বলন ও স্ক্রল পেইন্টিং
২৫ শে মার্চ কালরাত্রি ও গণহত্যা দিবস স্মরণে চারুকলা বিভাগের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন ও বিশাল আকৃতির স্ক্রল পেইন্টিং অঙ্কন করা হয়।
শুক্রবার সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবন ও শহীদ মিনার চত্বরে কাল রাত্রি ও গণহত্যা দিবস স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডঃ কামাল উদ্দিন আহমদ।
উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ ইমদাদুল হক বলেন, ২৫ মার্চ‌ বাঙালির জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এইদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানী হানানদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকসা অনুযায়ী আন্দোলনরত বাঙালীদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালীর ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ও নিকৃষ্টতম গণহত্যা শুরু করে।
এ সময় অধ্যাপক ডঃ কামাল উদ্দিন বলেন, বাঙালির জীবনে ২৫ শে মার্চ এক কালো অধ্যায়ের নাম। একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী ঠাণ্ডা মাথায় নিরস্ত্র, নিরপরাধ ও ঘুমন্ত সাধারণ বাঙালির ওপর যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যার নজির। দিনটি সকলের কাছে একটি স্মরণীয় দিন এবং শোকের দিন। কারণ এই দিনে অনেক বাঙালি নিরীহভাবে তাদের প্রাণ গেছে এবং পাকিস্তানি হানাদার বাহিনীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করেছে।
এরপরেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ৭১ গণহত্যা ভাস্কর্যে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন। 
এদিকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা সন্ধ্যা থেকেই মোমবাতি প্রজ্বলনের আলপনা ও স্ক্রল পেইন্টিং অঙ্কনে ব্যস্ত সময় পার করছে। এ বিষয়ে চারূকলা বিভাগের শিক্ষার্থী সাফিন বলেন, প্রতিবছরই ক্যাম্পাসে গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জলন করা হয় কিন্তু এবছর চারুকলা বিভাগের উদ্যোগে আলাদাভাবে প্রথমবারের গণহত্যা দিবসের স্ক্রল পেইন্টিং আয়োজন করা হয়েছে।
পত্রিকা একাত্তর/ অশ্রু মল্লিক