ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে জমকালো আয়োজনে ২০২০-২১ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে।
সোমবার (২১ মার্চ) সকাল দশটার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হামিদুর রহমান মিলনায়তনের তৃতীয় তলায় ফুল, দুপুরের খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে নবীনদের বরণ করে নেয়া হয়েছে।
নবীন বরণ অনুষ্ঠানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শিমুল রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন ও বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম।
জমকালো আয়োজনে ইবির এইচআরএম বিভাগের নবীন বরণ
২১ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0
