নবীনদের আগমনে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শেখ নিজানুর রহমান লালন বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের নবীন শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে বই বিতরণ করেছেন।
সোমবার (২১ মার্চ) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালের সামনে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সম্পাদনায় ’শত কবিতা’ বইয়ের ১৭০ কপি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগ কর্মীদের হাতে বইটি তুলে দিয়েছেন ছাত্র নেতা লালন। এসময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইবি শাখা ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শেখ নিজানুর রহমান লালন বলেন, ’বইটিতে বঙ্গবন্ধুকে নিয়ে একশতটি কবিতা আছে। বঙ্গবন্ধু জীবন ও আদর্শ থেকে আমাদের প্রত্যেকটা মানুষেরই শিখার আছে। সেখান থেকে এ উদ্যোগ নেয়া।’
পত্রিকা একাত্তর/ সামি
নবীন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করল ইবি ছাত্রলীগ নেতা
২১ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0
