ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গণিত বিভাগের তত্ত্বাবধানে 'গণিত একত্রিত করে' প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক গণিত দিবস পালিত হয়েছে।
সোমবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন থেকে র্যালি শুরু হয়।
র্যালিতে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোঃ মিজানুর রহমান, বিভাগের সভাপতি ড. মোঃ আনিছুর রহমান সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। র্যালি শেষে বিভাগের সামনে শিক্ষক-শিক্ষার্থীরা কেক কেটে দিবসটি উদযাপন করেন।
গণিত বিভাগের সভাপতি ড. মোঃ আনিছুর রহমান জানান, পাইয়ের (π) আবির্ভাব হয় চার হাজার বছর পূর্বে। পরবর্তীতে ১৭৩৭ সালে পাইকের সহজীকরণ করে গণিতবিদ লিওনার্দ অয়েলার। পাইয়ের মান হলো ৩.১৪। এই মানের ৩ কে মার্চ মাস এবং ১৪ কে তারিখ ধরে, ১৪ মার্চ আন্তর্জাতিক পাই দিবস পালিত হয়। এছাড়াও এ দিন আইনেস্টাইনের জন্মদিন। পরবর্তীতে ২০১৯ সালের ২৬ নভেম্বর ইউনেস্কোর ৪০ তম সাধারণ সভায় পাই দিবসকে আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়। পরে ইন্টারন্যাশনাল ম্যাথম্যাটিকস ইউনিয়ন ২০২০ সালের ১৪ মার্চ সর্বপ্রথম গণিত দিবস পালন করেন।
তিনি আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০৪-০৫ শিক্ষাবর্ষ থেকে গণিত বিভাগ যাত্রা শুরু করে। আমাদের শিক্ষার্থীরা ম্যাথমেটিক্স এর আলো সব জায়গায় পৌঁছে দিচ্ছে। বিভাগের সভাপতি হিসেবে আমার প্রচেষ্টা সহজীকরণ করে গণিতকে সব জায়গায় পৌঁছে দেওয়া।
পত্রিকা একাত্তর/ সামি
ইবিতে আন্তর্জাতিক গণিত দিবস পালিত
১৪ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0
