সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

শিক্ষক নিয়োগের ইবির পরিসংখ্যান বিভাগে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

৯ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0

শিক্ষক নিয়োগের ইবির পরিসংখ্যান বিভাগে শিক্ষার্থীদের বিক্ষোভ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা শিক্ষক নিয়োগ ও সেশনজট নিরসনের দাবিতে আজ তৃতীয় দিনের মতো আন্দোলন ও বিক্ষোভ করছে।

বুধবার (৯ মার্চ) ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই দফা দাবিতে পরিসংখ্যান বিভাগের দু’টি গেটে তালা দিয়ে ক্যাম্পাসে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন বিভাগের শিক্ষার্থীরা।

জানা যায়, তারা বিভাগে শিক্ষক নিয়োগ ও সেশনজট নিরসনের দাবিতে আন্দোলন করে। পরিসংখ্যান বিভাগে ৭টি ব্যাচের বিপরীতে ১১ জন শিক্ষক থাকলেও তাদের ৫ জন শিক্ষা ছুটিতে ও একজনের শিক্ষা ছুটি প্রক্রিয়াধীন।  

এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের ’হাতে আমাদের দাবি মানতে হবে, পরিসংখ্যানে সেশন জট কমাতে হবে, জটের জাদুঘর পরিসংখ্যান বিভাগ, নিয়মিত ক্লাস-পরীক্ষা চাই, সেশনজট মুক্ত বিভাগ চাই, পর্যাপ্ত পরিমাণ শিক্ষক চাই' প্রভৃতি স্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে আন্দোলন করতে দেখা যায়।'

আন্দোলনরত শিক্ষার্থী বলেন, শিক্ষক সংকটের কারণে বিভাগে জটের সৃষ্টি হয়েছে। শিক্ষক নিয়োগ দিতে হবে এবং যে কোনো মূল্যে জট নিরসনের ব্যবস্থা করতে হবে। এমন পরিস্থিতির অতিসত্বর সমাধান প্রয়োজন। আমাদের দাবি মেনে নেয়া না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

এ বিষয়ে বিভাগীয় সভাপতি ড. মোহাঃ মাহাবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের দাবিটি যুক্তিসঙ্গত। আমি চাই নূন্যতম সময়ের মধ্যে বিভাগে যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া হোক।

তিনি আরও বলেন, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বিষয়টি নিয়ে আগেও কথা বলেছি। প্রশাসন শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পরিসংখ্যান বিভাগকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি উপাচার্য মহোদয়কে অবহিত করেছি।
পত্রিকা একাত্তর / সামি