ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রভোস্টের পদত্যাগ চেয়ে আন্দোলন করেছে হলটির আবাসিক শিক্ষার্থীরা।
রবিবার (৬ মার্চ) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে হল প্রভোস্টের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে আন্দোলন করেছে হলের আবাসিক ছাত্রীরা।
এ সময় হলের আবাসিক ছাত্রীরা প্রভোস্টের পদত্যাগ আজই চাই, আজই চাই, স্বৈরাচারী আচরণ চলবে না, মানবো না, আমাদের দাবি মানতে হবে, প্রভোস্ট ম্যামের তালবাহানা চলবে না চলবে না, ফজিলা হলে স্বৈরাচারী চলবেনা সহ নানা স্লোগানে বিক্ষোভ করে তারা।
মেয়েদের হলে ছাত্রীদের সাথে অসদাচরণ, ছাত্রীদের অসুস্থতার ব্যাপারে অবগত করা হলে প্রত্যুত্তরে বিরক্তি প্রকাশ, হল ডাইনিং এ খারাপ খাবার, বহিরাগত পুরুষের প্রবেশ, ব্যবহারের অনুপযোগী শৌচাগার, হলে চুরির ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহন না করা, রিডিং রুমে পড়ালেখার সুব্যবস্থা না করা, প্রয়োজনে প্রভোস্ট ম্যামের অনুপস্থিতি সহ নানা অভিযোগ তুলছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. নিলুফা আক্তার বানু’র বিরুদ্ধে।
পরবর্তীতে রাত ১১ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন এসে তাদের সাথে বৈঠক করলে তারা আন্দোলন স্থগিত করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, তাদের হলো অনেক সমস্যা যেগুলো শুনে আমি নিজেও আহত হয়েছি। আমরা জানতাম না আমাদের হলগুলোতে এত সমস্যা রয়েছে। এসব সমস্যা গুলো তো একদিনে সমাধান করা সম্ভব নয়। তবে কথা গুলো মাথায় নিলাম। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সমস্যাগুলো সমাধানের প্রচেষ্টা থাকবে।
পত্রিকা একাত্তর/ সামী আল সাদ আওন
ইবিতে হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে ছাত্রীদের বিক্ষোভ
৭ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0
