সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

তামাচ্ছুম আনজুমের শীতের হাওয়া

পত্রিকা একাত্তর

পত্রিকা একাত্তর

২৭ ডিসেম্বর, ২০২১, ৩ years আগে, : 0

তামাচ্ছুম আনজুমের শীতের হাওয়া
তামাচ্ছুম আনজুম | ফাইল ছবি

হেমন্তের পরে আসে শীত পালাবদলের সাথে,

দিনের বেলায় ভালোয় যায়,ঘুম আসে না রাতে।

শীতের সকালে একটু রোদ সবার কাছেই মিস্টি,

গরিবের জন্য শীত অশান্তি করে সৃষ্টি।

পায় না তারা শীতের পোশাক ভালো,

ভাল্লাগেনা কনকনে আধাঁর রাতের কালো।

চেয়ে থাকে কখন দেখা দিবে আলো।

যখন হয় ভোরবেলা,

শুরু হয় তখন আগুন পোহানোর মেলা।

বাচ্চা থেকে বুড়ো, সবাই মিলে,

পোহায় আগুন খড়কুটো জ্বেলে।

যখন একটু মিষ্টি রোদ উঠে, 

সবার মুখে তখন হাসি ফুঁটে।


খোকা দৌড়ে মায়ের আঁচল ধরে,

বলতে লাগে চোখের পানি ছেড়ে।

মা তুই বলেছিলি আজকে কিনবি সোয়েটার,

আমার যে এই শীত সহ্য হচ্ছে না আর।

মা তখন চোখের পানি ছেড়ে বলে,

আমাদের কি ওত শখ করলে চলে।

কি করে তোকে দেব কিনে বল,

রান্নার জন্য আজকে ঘরে একটুও নেই চাল।

তোর বাবাকে একটা চিঠি লিখি,

আর মালিক আজকে কিছু দেয় কি দেখি।

কিছু দিলে ফেরার পথে চাল কিনে নেব,

প্রতিজ্ঞা করছি শীতের পোশাক সামনে বছর দেব।

খোকা আর কিছু পারেনি বলতে,

এই শীতটাও কাটবে তার কষ্ট করতে করতে। 


সমাজের উচ্চশ্রেণির মানুষ যদি এগিয়ে আসে,

সাধ্যমতো আমরাও যদি থাকি তাদের পাশে,

তাহলে একটু হলেও তাদের অভাব ঘুঁচে যেত,

এমন কত খোকা মুখে হাসি ফিরে পেত।


সব ভেদাভেদ ভূলে তাই সবার পাশে থাকি,

"আমরা সবাই মানুষ "শুধু এটা মনে রাখি।

তাহলে সকলেরই দিন কাটবে বেশ,

এগিয়ে যাবে মোদের সোনার বাংলাদেশ।

নামঃ মোছাঃ তামাচ্ছুম আনজুম। স্কুলঃ স্কুল অব লরিয়েটস ইন্টারন্যাশনাল। শ্রেণিঃ নবম। বাসাঃ কুস্টিয়া।