মসজিদ চলো
লেখিকা: চাঁদনি সুলতানা
ওহে মুসলিম চলো,
নামাজ পড়তে যাই
সকলে মোরা একসঙ্গে
মসজিদ চলো ভাই।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে
আল্লাহ্ খুশি হবেন,
হাশরের ময়দানে আল্লাহ্
তাহারে জান্নাত হাতে দিবেন।
নবী বলেছেন,শেষ জামানায়
মসজিদ ঘর সুন্দর হবে,
মুমিন বান্দা সবে গণ
পৃথিবীতে নিকৃষ্ট স্তরে রবে।
আল্লাহর শ্রেষ্ঠ জুমার দিনে
সকল মুমিন বান্দা গণ ,
সুগন্ধী মেখে নম্র পোশাকে যায়
যখন মসজিদেরই ক্ষণ।
আল্লাহর প্রিয় মসজিদ ঘর
ইমাম সাহেব নামাজ পড়ান,
মুত্তাকিগণ সকলে পিছনে
নামাজে দাঁড়িয়ে যান।
মসজিদ হলো মর্যাদাপূর্ণ
স্থান আল্লাহর কাছে
আল্লাহর হুকুম পালন করো,
ক্ষণকালের দুনিয়া তো মিছে।
ওহে মুসলিম চলো
নামাজ পড়তে যাই,
সকলে মোরা একসঙ্গে
মসজিদ চলো ভাই।
মসজিদ চলো
১৫ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0
