★এলো মাহে রমজান★
লেখিকা: আফিয়াহ ইবনাত আশামনি
বছর ঘুরে আবার এলো
পবিত্র মাহে রমজান,
ফরজ রোজা রাখবো মোরা
সব মুমিন মুসলমান।
বছর শেষে বোনাসের মাস
পবিত্র এ রমজান,
সব পাপীকে মাফ করিবেন খোদা
হোকনা গুণাহ পাহাড় সমান।
রমজান মাসে করবে সবাই
মন্দ কাজের বর্জন,
প্রেম-প্রীতি, ভালোবাসায়
ভরে যাবে এ ভূবন।
পড়বো কুরআন, পড়বো তারাবী
রাখবো সবাই রোজা,
খোদাভীতি হবে অর্জন
দূর হবে সব পাপের বোঝা।
সাহরীতে জাগবো সবাই
পড়বো তাহাজ্জুদের সালাত,
প্রভুর কাছে দু'হাত তুলে
করবো মোনাজাত।
মনের সব কথাগুলো বলবো ইফতারে
ওগো আল্লাহ মেহেরবান!
পূণ্য দিয়ে দাও ভরিয়ে
আমাদের এ রমজান।
★লেখিকা পরিচিত★
নাম- আফিয়াহ ইবনাত আশামনি
পড়াশোনা:- আলিম পাশ (২০২১ ইং)
নন্নী ইসলামিয়া আলিম মাদরাসা।
নন্নী, নালিতাবাড়ী, শেরপুর।
জন্ম তারিখ: ০১-০১-২০০৪ ইং
পত্রিকা একাত্তর/ মনোয়ার হোসেন
পবিত্র রমজান উপলক্ষে আশামনির লেখা নতুন কবিতা "এলো মাহে রমজান"
৪ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
