চাল ডাল তেল ও গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদ আজ বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। লুটপাট বন্ধ এবং গরিব মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য নামিয়ে আনার দাবি জানিয়েছেন দলীয় নেতারা।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেল, জেলা কমিটির সহসভাপতি এ্যাডভোকেট রায়হানুল ইসলাম বাবুল, সফিক আহমেদ এবং বিরল উপজেলা কমিটির সভাপতি এ্যাডভোকট সুধীর চন্দ্র শীলসহ অন্যান্যরা।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে সরকার পতনের আন্দোলনে যাবার হুমকি দিয়েছেন তারা।
পত্রিকা একাত্তর/ মোঃ আরমান হোসেন
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরে জাতীয় পার্টির মানববন্ধন
২৩ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0
