সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি আধা মণ পেঁয়াজে একটি তরমুজ নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র বাবা আ.লীগ নেতা, ছেলে ছাত্রদল সভাপতি প‌হেলা বৈশা‌খে ইলিশ‌কে ‘না’ ব‌লি ঈদের খুশি ছড়িয়ে দিয়ে মহসিনা মায়ার ব্যাতিক্রমী উদ্যোগ নড়াইলে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ১০ লাখ মুসল্লি নিয়ে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুরে বাংলাদেশের সম্পদ মিলছে ভারতের সরকারি হাসপাতালে মনুষত্বের অবক্ষয় কবিতা: বছর শেষে বীরের কথা

এই সরকার দেশের বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করছে

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২২, ৩ বছর আগে, : 0

এই সরকার দেশের বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করছে
চট্টগ্রাম মহানগর বিএনপি'র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়া আলমের বক্তব্যে বুঝা যায় দেশে আইনের শাসন নেই, আছে এক দলীয় শাসন।
র‌্যাবের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছে তা আইন বিভাগের সাথে সাংঘর্ষিক। অর্থাৎ আইন বিভাগের কোনো ক্ষমতা নেই। সরকার যেভাবে চায় সেভাবে আইন প্রয়োগকারী সংস্থা মানুষের উপর আইন প্রয়োগ করছে।
এই সরকার দেশের বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করছে। দেশের আইন এর স্বাধীনতা কোথায়? আইন বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। যতদিন পর্যন্ত আইন বিভাগের স্বাধীনতা প্রতিষ্ট হবে না ততদিন পর্যন্ত মানুষ ন্যায় বিচার পাবে না এবং মানুষ তাদের ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে। এই সরকার আসার পর থেকে রাষ্ট্রের সকল অঙ্গগুলো কে ধ্বংস করে দেওয়া হয়েছে।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মী প্রতিনিয়ত মিথ্যা মামলায় জর্জরিত। ছোট বড় সকল নেতার বিরুদ্ধে এই সরকার একাধিক মামলা দিয়েছে।
পবিত্র মাহে রমজানেও হাজার হাজার নেতাকর্মী প্রতিদিন আদালতের বারান্দায় হাজিরার অপেক্ষায় থাকে। সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে জেগে উঠতে হবে।তিনি আজ ২৪ এপ্রিল রবিবার, দুপুরে আদালতে হাজিরা শেষে কোর্ট হিল চত্বরে বক্তব্যকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপি' সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ন আহ্বায়ক এমএ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, যুগ্ন আহবায়ক এসএম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, সদস্য এডভোকেট মফিজুল হক ভুঁইয়া,
গাজী মোঃ সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, এডভোকেট নেজাম উদ্দিন, হাজী নবাব খান, জিয়াউর রহমান জিয়া, এডভোকেট জাহিদ বিন রশিদ, প্রমুখ।
পত্রিকা একাত্তর / ইসমাইল ইমন