সোমবার (২১শে ফেব্রুয়ারী) রাত ১২টা ০১ মিনিটে ডোমার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন তারা। ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুলের নেতৃত্বে রাত ১১টায় ডোমার বাজার বাটার মোড় থেকে একটি র্যালী বের হয়ে শহীদ মিনার প্রাঙ্গনে প্রবেশ করে।
এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মনছুর আলী, সহ-সভাপতি মো. মঞ্জুরুল হক চৌধুরী মঞ্জু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন-অর-রশিদ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাফিজুল হক রবি, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. রফিকুজ্জামান রুবেল, গণেশ কুমার আগরওয়ালা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু সাঈদ, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. মেহেদী হাসান মুক্তি, পৌর কৃষক লীগের আহ্বায়ক মো. এবাদত হোসেন চঞ্চল, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সিদ্দিকা বেবী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাকিব, পৌর ছাত্রলীগের সভাপতি বিজয় রায়, ছাত্রনেতা আজমির রহমান রিশাদ, প্রিতম সাহা প্রান্ত, অনুরাগ সাহা পিয়াল প্রমুখ।
পত্রিকা একাত্তর/রিশাদ
পত্রিকা একাত্তর/রিশাদ