সবার জীবনের বিশেষ দিন
সেটিই হচ্ছে জন্মদিন।
প্রতি বছরের এই দিন
আনন্দ হয় সারাটা দিন।
জন্মদিনে আসে বন্ধু
সেদিন শুধু উপহারের সিন্ধু।
খুশীতে মন ভরে যায়
বন্ধুরা যখন এসে যায়।
আড্ডা জমে সারা বেলা
কেক কাটা হয় রাতের বেলা।
বাবা মায়ের দোয়া নিয়ে,
কেক খাওয়া হয় সবাই মিলিয়ে।
নতুন একটা জামা কিনে,
আনন্দ হয় ভোজনে।
আসবে আবার জন্মদিন,
প্রতি বছরে একদিন।
পত্রিকা একাত্তর/ চাঁদনী সুলতানা
জন্মদিন
১৭ ফেব্রুয়ারী, ২০২২, ৩ বছর আগে, : 0
