বাকেরগঞ্জে অধিপত্যে বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংর্ঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার আরও দুই ভাই। উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইছাপুরায় মঙ্গলবার গভীর রাতে এ সংর্ঘর্ষের ঘটনা ঘটে।
নিহত রনি মোল্লা (৩১) তার বাবার নাম ইয়াসিন মোল্লা। গুরুত্বর আহত তার বড় ভাই সোহেল ও ছোট ভাই তৌকির। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় ক্ষমতার নেতৃত্ব নেওয়াকে কেন্দ্র করে ইছাপুরায় মধ্যরাতে স্থানীয় মামুন ওরফে হাতকাটা মামুন ও রনি মোল্লার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় রনি মোল্লা এবং তার দুই ভাই সোহেল ও তৌকিরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। ঘটনা পরবর্তী গুরুতর আহত অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।
সোহেল ও তৌকির এখনো সেখানেই চিকিৎসাধীন। সংবাদ পেয়ে নিহতের বাবা ঢাকা থেকে বরিশাল মেডিকেল এসে পৌঁছেন। ঘটনার বিষয় রনির স্বজনদের দাবি, মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় ২১ মামলার কুখ্যাত আসামি হাতকাটা মামুন রনিকে কুপিয়ে হত্যা করেছেন।
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল বলেন, রনির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর আরও বিস্তারিত বলা সম্ভব হবে।
এ বিষয় অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া আমি নিজে উপস্থিত হয়ে ঘটনা স্থল পরিদর্শন করে তথ্য উদঘাটনে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, একই সাথে বরিশাল জেলা পুলিশের একাধিক টিম যুক্ত হয়ে আলামত সংগ্রহে কাজ করে যাচ্ছে।
এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।
মো ইমাম হোসেন রিদয় /পত্রিকা একাত্তর
বাকেরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ২ জন
২০ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
