সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি আধা মণ পেঁয়াজে একটি তরমুজ নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র বাবা আ.লীগ নেতা, ছেলে ছাত্রদল সভাপতি প‌হেলা বৈশা‌খে ইলিশ‌কে ‘না’ ব‌লি ঈদের খুশি ছড়িয়ে দিয়ে মহসিনা মায়ার ব্যাতিক্রমী উদ্যোগ নড়াইলে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ১০ লাখ মুসল্লি নিয়ে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুরে বাংলাদেশের সম্পদ মিলছে ভারতের সরকারি হাসপাতালে মনুষত্বের অবক্ষয় কবিতা: বছর শেষে বীরের কথা

ঐতিহ্যবাহী চিত্রা নদী দখলের অভিযোগে আদালতে মামলা দায়ের

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২২, ৩ বছর আগে, : 0

ঐতিহ্যবাহী চিত্রা নদী দখলের অভিযোগে আদালতে মামলা দায়ের
নড়াইলের ঐতিহ্যবাহী চিত্রা নদী দখল করে বিশাল ভবন ঢাকা ক্যাফে ও ঢাকা ফার্নিচারের মালিক তুষার শেখের বিরুদ্ধে  এবার নড়াইলে জাল দলিল তৈরি করে ভাইয়ের ১৬ শতক জমি আত্মসাতের চেষ্টা এবং জোর পূর্বক দখল করার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি গ্রামের মোহাম্মদ তৌহিদুর রহমান নড়াইল পৌর এলাকার ৭৫নং দূর্গাপুর ডুমুরতলা মৌজায় (সাবেক দাগ নং ২৯৩৫, হাল দাগ ২৫৬৩ এবং সাবেক দাগ নং ২৯৪৩ হাল দাগ ২৫৮৪) পৃথক তারিখে ৪টি দলিলমূলে হিরন্ময়ী সিংহের কাছ থেকে ১৬ শতক জমি ক্রয় করেন।
জমি ক্রয়ের পর তৌহিদুর রহমান নিজের নামে নাম পত্তনসহ ওই জমি ভোগদখল করে আসছেন। জমি ক্রয় ও ভোগদখলের প্রায় ৮-৯ বছর পর ২০২০ সালের ৯মার্চ তৌহিদুর রহমানের আপন ভাই তুষার শেখ গোপনে জাল দলিলের মাধ্যমে হেবা ঘোষনাপত্র করে ওই ১৬শতক জমির মালিকানা দাবি করেন।
অথচ তৌহিদুর রহমান হেবা ঘোষণাপূর্বক তার ভাই তুষার শেখকে জমি লিখে দেননি এবং হস্তান্তর করেননি বলে উল্লেখ করে এর প্রতিকার চেয়ে ২০২০ সালের ৫জুলাই নড়াইল যুগ্ন জেলা জজ ১ম আদালতে মামলা দায়ের করেন।
মামলার বিবরণীতে তৌহিদুর রহমান উল্লেখ করেন ১নং বিবাদী তার ভাই তুষার শেখ একজন লোভী, ধুরন্ধর,জাল জালিয়াত ও কুচক্রী হইতেছে।তার ভাইয়ের কাছে তপশীল জমির কাগজপত্র থাকার সুবাদে তিনি (ভাই তুষার শেখ) অন্যায় লোভের বশবর্তী হয়ে জমি আত্মসাত করার কূ-মতলবে অন্য লোককে দাতা সাজিয়ে হেবা ঘোষণাপত্র দলিল সৃষ্টি করেছেন।
মামলার বাদি তৌহিদুর রহমান কখনো তপশীল জমি হেবা করার প্রস্তাব দেন নাই এবং স্বাক্ষীগণ ও সনাক্তকারীর সম্মূখে ১নং বিবাদী তার ভাই তুষার শেখের অনুকূলে মৌখিকভাবে হেবা করে জমির দখল অর্পণ করেননি।
সূত্রে আরো জানা গেছে, নড়াইল যুগ্ন জেলা জজ ১ম আদালতে মামলা চলমান থাকা অবস্থায় তুষার শেখ গত ১৮ এপ্রিল সকাল ১০টার দিকে লোকজন নিয়ে জোর পূর্বক ভেকু দিয়ে ওই জমির মাটি কেটে আকার আকৃতির পরিবর্তন করে জমি দখলের চেষ্টা চালান।
জমির মালিক তৌহিদুর রহমান খবর পেয়ে ঢাকা থেকে এসে নালিশী জমিতে উপস্থিত হয়ে তার স্বত্ত্ব দখলীয় জমি হতে কেন তাকে বেদখল করা হবে জিজ্ঞাসাবাদ করিলে তার ভাই তুষার ও পক্ষীয় লোকজন জানায় অচিরেই আরো লোকজন নিয়ে বর্ণিত তপশীল জমি চির দখল করবে এবং তাকে উচ্ছেদ করবে।
ঘটনা উল্লেখ করে তৌহিদুর রহমান নড়াইল অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে গত ২১ এপ্রিল ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় মামলা দায়ের করেছেন। উল্লেখ্য গত শুক্রবারে উক্ত জমিতে অবৈধভাবে ঘেরকাটা ও টিনের ঘর তৈরিতে পুলিশ দেখতে গেলে পুলিশ ও সাংবাদিকদের সামনেই তুষার শেখ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তৌহিদুর রহমানকে জবাই করার হুমকি দেয়।
পত্রিকা একাত্তর / হাফিজুল নিলু