সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি আধা মণ পেঁয়াজে একটি তরমুজ নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র বাবা আ.লীগ নেতা, ছেলে ছাত্রদল সভাপতি প‌হেলা বৈশা‌খে ইলিশ‌কে ‘না’ ব‌লি ঈদের খুশি ছড়িয়ে দিয়ে মহসিনা মায়ার ব্যাতিক্রমী উদ্যোগ নড়াইলে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ১০ লাখ মুসল্লি নিয়ে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুরে বাংলাদেশের সম্পদ মিলছে ভারতের সরকারি হাসপাতালে মনুষত্বের অবক্ষয় কবিতা: বছর শেষে বীরের কথা

তাহমিনা বারী রিনি এখন মালেয়শিয়ার সফল নারী উদ্যোক্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩১ জানুয়ারী, ২০২২, ৩ বছর আগে, : 0

তাহমিনা বারী রিনি এখন মালেয়শিয়ার সফল নারী উদ্যোক্তা
তাহমিনা বারী রিনি-১৯৮১ সালের ৩রা সেপ্টেম্বর যশোর জেলায় নানা বাড়ী তার জন্ম। দাদার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানা শিবরামপুর গ্রাম। তিনি ১৯৯৭ সালে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল থেকে এসএস সি পাস করেন।
কুমিল্লা সরকারি কলেজ থেকে  এইচএসসি ১৯৯৯ সালে এবং  সরকারি বাংলা কলেজ থেকে ২০০৫ সালে   গ্রাজুয়েশন শেষ করে। মাস্টার্স   ইডেন মহিলা কলেজ 2012 এ এবং  ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে ২০১৩ সালে এমবিএ করেন।
২০১৯ সালে  পিএইচডি শুরু করেন আইআইইউএম-এ। বর্তমানে দুই সন্তানের জননী।তার স্বামী সালেহীন কাদির শিপলু একজন ব্যাবসায়ী।

তিনি পএিকা ৭১'র একান্ত আলাপকালে জানান,১৯৯৮ সালে তার প্রথম বিবি প্রডাকশন'এর মাধ্যমে মিডিয়াতে পদার্পন। মিডিয়ার গুরু থেকেই তার কাজের অনুপ্রেরণা জুগিয়েছিলেন বিবি রাসেল, যার হাত ধরে তিনি  দেশের গন্ডি পেরিয়ে বিভিন্ন  দেশ-বিদেশে  ঘুরে বেরিয়েছেন মডেলিং এর জন্য এবং ইন্টার্নেশনাল ফ্যাশন শো তে সফল ভাবে অংশগ্রহণ করেছেন।
২০০৩ সালে ভারতে প্রথম আন্তর্জাতিক ফ্যাশন  শো'তে যোগ দেন। তারপর  একই বছরে যুক্তরাজ্যও  যান , ২০০৪ সালে অস্ট্রেলিয়া আর থাইল্যান্ড  এবং ২০০৬ সালে আমেরিকা।
শুধু ফ্যাশন শো নয়, মডেলিং করেছেন  অনেক টিভি চ্যানেলে  বিজ্ঞাপন চিত্রে- কোকাকোলা , মেরিল লিপজেল , গুড মর্নিংটুথপেস্ট , মোনালিসা সেনিটারি নেপকিন, কেয়া বল সাবান সহ আরো অনেক বিজ্ঞাপনে। 
পাশাপাশি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য নাটক- শ্রদ্ধ্যেয় হুমায়ূন আহমেদ'র - মেঘ বলেছে যাব যাব। কোরিওগ্রাফার হিসেবেও বাংলাদেশে এবং আন্তর্জাতিক অনেক স্বনামধন্য ডিজাইনারদের সাথে সফলভাবে  ফ্যাশন শো করারসুযোগ হয়েছে। 

তিনি আরও বলেন,স্বামীর ব্যাবসার কারনে আমাকে  চলে আসতে হয় মালয়েশিয়া। এখন আমি মালয়েশিয়ার  প্রবাসী। ২০১৩ সালে স্বামীর সাথে মালয়েশিয়া আসি ।আসার পরে কর্মহীন থাকতে ভালো লাগতো না। প্রথমে ২০১৬ সালে  মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন  সাংস্কৃতিক অঙ্গনে নিজেকে যুক্ত করি।

শুধু মাত্র নারী বলে নিজেকে চারদেয়ালের মাঝে বন্দী  না রেখে, আর পাঁচজন  উদ্যোমী নারীর সাথে নিজেকেও দেখতে চেয়েছি সফল নারী উদ্যোক্তা হিসেবে।একজন নারী উদ্যোক্তা হিসাবে নিজেকে তৈরি করার পাশা পাশি ২০১৯ সালে উচ্চতর ডিগ্রী নিতে আবারো  পড়াশোনা শুরু করি।

মালয়েশিয়ায় নারী উদ্যোক্তা হিসেবে আমিও সেই সংগ্রামীদের একজন হতে চেষ্টা করে যাচ্ছি। লেখাপড়ার সাথে সাথে  ২০১৯ সালের সেপ্টম্বরেই নারীদের সাথে নিয়ে গড়ে তুলি 'রিনি'স কিচেন' নামে অনলাইন ক্যাটারিং ব্যাবসা প্রতিষ্ঠান। 
দেশ ও দেশের মানুষের সাথে আরো নিবিড় সম্পর্ক গড়তে যুক্ত হই -"রেডলাইভ নিউজডটকম"-এর অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে নতুন যাত্রা শুরু করি।
এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক- বাংলাদেশ ষ্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ কাউন্সিল মালয়েশিয়া (বিএসআরসিএম) , বিএসইউএম এর নির্বাহী সদস্য, মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম এসোসিয়েশন (এমবিএ) এর নির্বাহী সদস্য, আইআইবিএফ(আইআইইউএম) এর সাধারন সম্পাদকেরও দায়িত্ব পালন করছি। 
বাংলাদেশে থাকাকালীন সক্রিয় সাংস্কৃতিককর্মী হিসেবে কাজ করেছি বিখ্যাত ফ্যাশন আইকন বিবি রাসেল এর মডেল হিসেবে,  এবং মডেল ও কোরিওগ্রাফার  হিসেবে  সুপরিচিতি পাই।  বাংলাদেশের অন্যতম স্বনামধ্য সাংস্কৃতিক ব্যাক্তিদের সাথে ফ্যাশন শো, অভিনয় সহ নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান  করার সৌভাগ্য হয়েছে।

বর্তমানে দেশে-বিদেশে মিলিয়ে দক্ষ সহযোগী হিসেবে আমার সাথে কাজ করছেন ৬০ জনের অধিক সহকর্মীর একটি ছোট্ট  পরিবার।
নতুন নারী উদ্যোক্তার জন্য তিনি বলেন,যে কোন কাজহোক সেটা ছোট বা বড় আপনি শুরু করেন, লেগে থাকেন, সেই কাজটি করার প্রবল  ইচ্ছা আর ধৈর্য্য শক্তি থাকলে আপনি একদিন সফল হবেনই।
 পত্রিকা একাত্তর/ মোঃ মনিরুল ইসলাম