গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমাপনি দিনে বালক দলের ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ধনিয়ার কুড়ার উচ্চ বিদ্যালয় বনাম চন্ডিপুর আলহাজ্ব গেন্দা মরিয়ম সিনিয়র মাদ্রাসা অংশ গ্রহণ করে। ১০ ওভারের খেলায় ১৩ রানে চন্ডিপুর সিনিয়র মাদ্রাসা চ্যাম্পিয়ান হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল সোমবার আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার বেলাল হোসেন সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আকন্দ, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, খামার মনিরাম বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোফাখারুল ইসলাম বসুনিয়া প্রমূখ।
এর আগে ক্রিকেট খেলার উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মাহমুদ আল হাসান। পরে বিভিন্ন ইভেন্টের একক, দ্বৈত, দলীয় বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
পত্রিকা একাত্তর/ মোঃ হযরত বেল্লাল
শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
২৮ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
