পুলিশের উদাসীনতাকে দায়ী করে যাত্রীরা বলছেন, স্টিকার লাগিয়েই সিএমপির দায়িত্ব শেষ। তদারকির খবর নেই। এসব লোকদেখানো কার্যক্রমের সমালোচনাও করেন তাঁরা। 

এ বিষয়ে সিএমপি'র (ট্রাফিক-দক্ষিণ) সহকারী কমিশনার শরিফুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি দৈনিক দেশ বার্তা'কে জানান, "ড্রাইভাররা ইচ্ছাকৃতভাবেই স্টিকার ছিড়ে ফেলে। এ ক্ষেত্রে আইন না থাকায় আমাদের সীমাবদ্ধতা আছে। তাই আমরা কিছুই করতে পারছিনা। তবে আমরা আগামীতে মালিককে দিয়েই গাড়িতে লেখানোর কথা ভাবছি। আশা করি তাতে মোটামুটি সফল হব ইনশাল্লাহ"।

ইসমাইল ইমন (চট্টগ্রাম মহানগর)।

">
সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

স্টিকার বিহীন চলছে গণপরিবহন; নির্বিকার পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২১, ৩ years আগে, : 0

স্টিকার বিহীন চলছে গণপরিবহন; নির্বিকার পুলিশ

চট্টগ্রাম মহানগরীতে ডিজেল বা গ্যাস চালিত যানবাহন' নামক স্টিকার ছাড়াই চলছে সবধরনের গণপরিবহন। কিন্তু আইন না থাকায় কিছুই করার নেই বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। 

সম্প্রতি ডিজেলের মূল্য বৃদ্ধিতে কেবল ডিজেল চালিত গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করে সরকার। সে সুযোগে গ্যাস চালিত গণপরিবহনগুলোও বেশি ভাড়া আদায় করতে শুরু করে। এরপর ডিজেল নাকি গ্যাসচালিত পরিবহন তা চিহ্নিত করতে গাড়িতে স্টিকার (গ্যাস বা ডিজেল চালিত যানবাহন) লাগানো বাধ্যতামূলক করে সিএমপি। এক সপ্তাহের মধ্যে প্রায় সব গণপরিবহনে স্টিকার লাগানোর কাজ শেষ করে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেই স্টিকার উধাও। এরপর ইচ্ছেমতো ভাড়া আদায়ের সুযোগ পাচ্ছেন তাঁরা।


বুধবার (২২ ডিসেম্বর) 

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, নগরীর চকবাজার, কোতোয়ালী, কর্ণফুলী ব্রীজ, বাকলিয়া, বহদ্দারহাটসহ এর আশেপাশের সব এলাকার গণপরিবহনে কোনো ধরণের স্টিকার নেই। গ্যাস চালিত গণপরিবহনও বাড়তি ভাড়া আদায় করছে।


 স্টিকার না থাকার কারণ জানতে চাইলে ড্রাইভাররা জানান, স্টিকার আগে ছিলো, এখন নষ্ট হয়ে গেছে। পুলিশের চাপ আছে কিনা এমন প্রশ্নের উত্তরে একজন ড্রাইভার বলেন, "কই, পুলিশতো কিছু বলেননি"।

পুলিশের উদাসীনতাকে দায়ী করে যাত্রীরা বলছেন, স্টিকার লাগিয়েই সিএমপির দায়িত্ব শেষ। তদারকির খবর নেই। এসব লোকদেখানো কার্যক্রমের সমালোচনাও করেন তাঁরা। 

এ বিষয়ে সিএমপি'র (ট্রাফিক-দক্ষিণ) সহকারী কমিশনার শরিফুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি দৈনিক দেশ বার্তা'কে জানান, "ড্রাইভাররা ইচ্ছাকৃতভাবেই স্টিকার ছিড়ে ফেলে। এ ক্ষেত্রে আইন না থাকায় আমাদের সীমাবদ্ধতা আছে। তাই আমরা কিছুই করতে পারছিনা। তবে আমরা আগামীতে মালিককে দিয়েই গাড়িতে লেখানোর কথা ভাবছি। আশা করি তাতে মোটামুটি সফল হব ইনশাল্লাহ"।

ইসমাইল ইমন (চট্টগ্রাম মহানগর)।