শেরপুরের নালিতাবাড়ীতে একটি 'স্বপ্ন-সোপান এবং নন্নী পূর্বপাড়া' স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের ভোগান্তি কমাতে বিকল্প রাস্তা তৈরি করেছেন সংগঠনের সদস্যরা।
উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী পূর্বপাড়া গ্রামের প্রধান সড়ক নন্নী মাঠখুলা থেকে আমলাতলী যাওয়ার সড়কটি পাকা করণের কাজ চলছে, রাস্তার বিভিন্ন স্থানে পুরাতন ব্রীজ, কালভার্ট ভেঙে নতুন ব্রীজ করার জন্য কাজ করছে স্থানীয় এক ঠিকাদারি প্রতিষ্ঠান।
যার ধারাবাহিকতায় নন্নী পূর্বপাড়া মরহুম তৈয়বুল হক চেয়ারম্যান বাড়ী সংলগ্ন তিন রাস্তার মোড়ের কালভার্টটি ভেঙে ফেলে বিকল্প রাস্তা তৈরি না করায় বিকেল থেকে কোন গাড়ী চলাচল করতে পারছিলনা।
বিষয়টি স্থানীয় সংগঠন স্বপ্ন-সোপান এর দৃষ্টিগোচর হলে রাত ১১ টায় কয়েকজন সদস্যের হাড়ভাঙা পরিশ্রমে বিকল্প রাস্তা তৈরি হয় ।
সংগঠনের সদস্যরা বলেন, রাতে বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হলে আমরা তাৎক্ষনিক আমাদের সদস্যদের কঠোর পরিশ্রমে বিকল্প রাস্তা করতে সক্ষম হই। আমরা এ ধরণের স্বেচ্ছাশ্রম দিতে পেরে খুবই আনন্দিত।