সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

বটিয়াঘাটা ময়লা ফেলার স্থানে চলছে শুকর পালন রাতের আধারে মাদকের আখড়া

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২১, ৩ years আগে, : 0

বটিয়াঘাটা ময়লা ফেলার স্থানে চলছে শুকর পালন রাতের আধারে মাদকের আখড়া

 খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের প্রগতি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রাজবাঁধ এলাকা যেখানে খুলনা সিটি কর্পোরেশনের সমস্ত ময়লা-আবর্জনা ফেলা হয়। ভিতরে ঢুকে যতদূর চোখ যায় শুধু ময়লার স্তুপ। হঠাৎ চোখে পড়ল শত শত শুকর। ৪ থেকে ৫ টি শুকর ব্যবসায়ী দল সেখানে শুকর ব্যবসার আড়ালে গড়ে তুলেছে মাদকের আখড়া।

খবর নিয়ে জানা যায় এ সমস্ত সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছে খুলনা সিটি কর্পোরেশনের কিছু অসাধু সুপারভাইজার। এরা শুকর ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে রাতের বেলায় তাদের ময়লা ফেলার এরিয়ার ভিতরে ঢুকিয়ে দেয়। খুলনা সিটি কর্পোরেশনের ময়লা দীর্ঘদিন ধরে এখানে ফেলানোর কারণে এখান থেকে সবসময়ই দুর্গন্ধ বের হতে থাকে। যার কারণে কোন মানুষ এই এরিয়ার ভিতরে ঢুকে না ফলে মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের জন্য স্থানটি অত্যন্ত নিরাপদ।

এ বিষয়ে দায়িত্বরত সুপারভাইজার মোহাম্মদ আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন,” দিনের বেলায় এখানে তেমন কেউ আসে না। আর রাতে আমি এখানে থাকিনা এখানে কি হয় আমি বলতে পারব না।”

এ প্রতিবেদক এর সঙ্গে কথা হয় তাপস তরফদার’ নামের এক শুকর ব্যবসায়ীর, তিনি বলেন,” এখানে মিলন, সাগর, সুকুমার, সুবোধ সহ ৫ থেকে ৬ জনের মতো লোক শুয়োর ব্যবসায়ী আছে। এখানে প্রায় ১০ থেকে ১৫ জনের মতো কর্মচারী আছে শুকর ব্যবসায়ীদের। আমরা রাতের বেলায় চুপিচুপি ভিতরে শুকর নিয়ে ঢুকি বিনিময় কর্মকর্তাদের কিছু টাকা পয়সা দেওয়া লাগে।”

শুকর ব্যবসায়ী রবিন মন্ডল বলেন,”আমি মালিকের রাখা লোক মনে কর্মচারী। আমার মালিক ছাড়াও এখানে আরো ৪ থেকে ৫ জন ব্যবসায়ীর থাকে। আর রাতের বেলায় এখানে অপরিচিত কিছু লোক আসে যাদের আমি চিনি না।”

নাম না প্রকাশ করার শর্তে এক জন কর্মচারী বলেন,” এখানে রাতের বেলায় মাদকের আখড়া বসে। আপনারা রাতের বেলায় আসলে সব দেখতে পারবেন।”

খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডা: ডাক্তার স্বপন হালদার এ প্রতিবেদককে বলেন এ বিষয়ে আমি কিছু জানিনা, তবে প্রধান প্রকৌশলী জনাব আজিজ মোর্শেদ চৌধুরী স্যারের সঙ্গে একটু কথা বলে দেখতে পারেন।”

সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আজিজ মোর্শেদ চৌধুরী সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

আক্তারুল ইসলাম: বটিয়াঘাটা।