আবেদীন এন্ড সন্স টঙ্গী ও গাজীপুর সদরকে খ্রিষ্টীয় নববর্ষ ২০০২ সালের শুভেচ্ছা জানিয়েছে বিকাশ কর্তপক্ষ। বিকাশে চীফ কমার্শিয়াল অফিসার (সিসিও) আলী আহমেদ স্বাক্ষরিত এ শুভেচ্ছাপত্র জয়নাল আবেদীন এন্ড সন্সের কর্ণধার জয়নাল আবেদীন আখনের হাতে পৌছে দেন বিকাশের এরিয়া সেলস ম্যানেজার রাজু আহমেদ।
গতকাল শুভেচ্ছাপত্র পৌছে দেয়ার সময় উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন এন্ড সন্সের কর্ণধার জয়নাল আবেদীন আখন, সিইও মুতাসিম মোবাশ্বির অমি ও ব্যবস্থাপক আফজাল হোসেন সেতু।
পত্রিকা একাত্তর / এম আরিফ
জয়নাল আবেদীন এন্ড সন্সকে বিকাশের নববর্ষের শুভেচ্ছা
২১ জানুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
