সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

মহেশখালী উপজেলায় বাংলাদেশ জাতীয় হিন্দুছাত্র মহাজোট কমিটি গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২১, ৩ years আগে, : 0

মহেশখালী উপজেলায় বাংলাদেশ জাতীয় হিন্দুছাত্র মহাজোট কমিটি গঠন

অদ্য সকাল ১০ ঘটিকার সময় মহেশখালী আদিনাথ মন্দির প্রাঙ্গনে একটি কর্মী আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত আলোচনা সভায় মহেশখালী উপজেলার সনাতনী কিছু তরুন তাদের আগ্রহ প্রকাশ করে।

আলোচনার আলোচ্য বিষয় ছিলো,মহেশখালী উপজেলার ছাত্রমহাজোটের সভাপতি / সাধারণ সম্পাদক মনোয়ন।কমিটির সঠিক ও নির্ভুল সদস্য সংগ্রহ ও আগামী নতুনত্ব বছরের কার্যপরিকল্পনা। 

ধর্মীয় উপসনার মাধ্যমে এই সভার কার্যক্রম শুরু হয়। মহেশখালী উপজেলার বাংলাদেশ জাতীয় হিন্দুছাত্র মহাজোটের উপদেষ্টা রাসেল দে এর সঞ্চালনায় অনুষ্টানের সভাপতিত্ব করেন সাকিব কান্তি দে। বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট মহেশখালী উপজেলা।


সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলার জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সাধারন সম্পাদক শ্রী রাসেল দে। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন শ্রী সাগর দে, সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় হিন্দুছাত্র মহাজোট কক্সবাজার জেলা।বিশেষ অথিতি, রাকবি বনিক সাংগঠনিক সম্পাদক জাতীয় হিন্দুছাত্র মহাজোট কক্সবাজার জেলা।।

সভায় আরো উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার ছাত্রমহাজোটের ভিবিন্ন পর্যায়ের উপদেষ্টা মহলের নেতৃবৃন্দ। 

উক্ত সভায় উপস্থিত শ্রী সাকিব কান্তি দে কে সভাপতি করে একত্রিশ(৩১)জন বিশিষ্ট একটি ১বছরে মেয়াদী কমিটি ঘোষণা করে।

নির্বাহী সভাপতি ছোটন কান্তি দে, সিনিউর সহ সভাপতি বিধান শীল, সহ সভাপতি, সুজন দাশ, সাধারণ সম্পাদক আদিত্য দে (পলাশ),সহ,সিনিউর সাধারণ সম্পাক, দিবস শর্মা, সহ সাধারণ সম্পাদক সমুন দে ও সবুজ দাশ, সাংগঠনিক সম্পাদক রুবেল কান্তি দে, সহ সাংগঠনিক সম্পাদক ইমন পাল, শংকর দে, অর্থ সম্পাদক রাজীব দে, সহ অর্থ সম্পাদক নিখিল দে। দপ্তর সম্পাদক শিপন ঘোষ, সহ দপ্তর সম্পাদক দিগন্ত দে। প্রচার সম্পাদক অজয় দাশ,সহ প্রচার সম্পাদক জিদান শর্মা, ছাত্র বিষয়ক সম্পাদক শাকেল দে, সহ : ইন্দ্রজিৎ দাশ,ধর্ম বিষয়ক সম্পাদক সাগর দে, সহ ধর্ম বিষয়ক সম্পাদক নতুন দে। সাংস্কৃতিক সম্পাদক বিজয় দে সহ সাংস্কৃতিক সম্পাদক শুভ্র দে, ক্রীড়া সম্পাদক শয়ন দে, সহঃ সোহেল দে সহ প্রমূক সহ সংগঠনের বিভিন্ন পদের নেতৃবৃন্দ।

সংগঠনের সাংগঠনিক ভাবে কাজের দক্ষতা বিবেচনা করে প্রত্যেক সদস্যদের তাদের নিজ নিজ জায়গায় থেকে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানান সভাপতি / সাধারন সম্পাদক। আরো সংগঠনের ভিবিন্ন সাংগঠনিক কার্যক্রমে মহেশখালীর হিন্দুছাত্র মহাজোট ভিবিন্ন ধর্মীয় কাজে সাহায্য সহযোগিতায় সব সময় পাশে থাকবে। 

জেলার সাধারণ সম্পাদক আরো বলেন সংগঠনের কার্যপরিকল্পনা চালিয়ে যেতে যতেষ্ট পরিমান কাজ করে যাচ্ছে দিন রাত পরিশ্রমের মাধ্যমে এই সংগঠনের মূল ভিত্তিপ্রস্তর সারা জীবন মানুষের মনে প্রানে ধারন করে থাকবে।


 সভায় প্রত্যেক সম্মতি গ্রহনের মধ্য দিয়ে সভাপতি নির্বাচিত হয় সাকিব কান্তি দে । তিনি সংগঠনের উদ্দেশ্য বলেন সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে তিনি তার সাধ্যমত চেষ্টা করবেন আর প্রত্যেকে সবার সু-স্বাস্থ্য কামনা করে মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

সাগর দে (কক্সবাজার সদর উপজেলা প্রতিনিধি)।