সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী

উপজেলা প্রতিনিধি, নড়াইল সদর

১৮ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0

দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী
সড়কে দিনভর ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন সড়কের শৃঙ্খলা রক্ষায় আর টহল পুলিশেরা থাকেন নিরাপত্তা জোরদারের দায়িত্বে। রোদ কিংবা বৃষ্টি, দিন কিংবা রাত তাদের দায়িত্ব পালন করতে হয় সড়কে। এমনকি রোজার মাসে যখন ইফতারের সময় হয় তখন সড়কের মধ্যে দাঁড়িয়েই তাদের সারতে হয় ইফতার।
দায়িত্ব পালনে অটল এমন মানুষগুলো পেশাদারিত্বের বাইরেও দেশের জন্য কাজ করেন, এটা বললে বাড়িয়ে বলা হবে না নিশ্চয়ই।
এবার নড়াইলের সেই সকল পুলিশ সদস্যদের সম্মানে ইফতার পাঠালেন সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা।
বাংলার ক্রিকেটের সফলতম অধিনায়কের সৌজন্যে দেওয়া সেই ইফতারের প্যাকেটে লেখা ছিলঃ "পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা" সবাই যখন পরিবার-পরিজনের সাথে ইফতার করে তখন আপনারা থাকেন সড়কে শৃঙ্খলা রক্ষা আর জনসাধারণের নিরাপত্তার দায়িত্বে। পেশাদারিত্বের দায়বদ্ধতাই শুধু নয়, মানুষের সেবায় আপনাদের কর্ম অনন্য হয়ে রবে। "
দেশের সেবায় নিয়োজিত সম্মানিত ট্রাফিক পুলিশ ও সড়কে টহলরত পুলিশ ভাইদের জন্য আমার পক্ষ থেকে ইফতার উপহার।
সৌজন্যেঃ মাশরাফী বিন মোর্ত্তজা এমপি সরেজমিনে গিয়ে দেখা যায়, আজ সোমবার একদল যুবক ইফতারের আগ মূহুর্তে এসকল ইফতার নড়াইল বাঁধাঘাট সংলগ্ন ট্রাফিক ফাঁড়িতে পৌঁছে দেয়।
এবিষয়ে জানতে চাইলে ট্রাফিক এএসআই মোস্তাফিজুর রহমান জানান, " আমাদের খুব ভালো লাগছে যে, আমাদের খোঁজ নেওয়ার মতো একজন মানুষ নড়াইলে আছেন। আমরা এমপি সাহেবকে ধন্যবাদ জানাই। "
এটিএসআই হযরত আলী জানান, মাশরাফী স্যার শুধু ভালো খেলোয়াড়ই না, উনি একজন ভালো মানুষ। আগে লোকের মুখে এসব শুনলাম, আজ নিজেই তা বুঝতে পারলাম। এতো কিছুর মাঝেও উনি আমাদের মতো পুলিশ সদস্যদের সমাদর করেন, সম্মান করেন। আল্লাহ উনার মঙ্গল করবে নিশ্চয়ই।
উল্লেখ্য, সাংসদ মাশরাফীর বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়েছে পুলিশ সদস্যদের কাছে।
পত্রিকা একাত্তর / হাফিজুল নীলু