বন্দরনগরী চট্টগ্রামের সাথে দক্ষিণ চট্টগ্রামের সংযোগ সড়ক শাহ আমানত সেতু (কর্ণফুলী নতুন ব্রিজ) সংলগ্ন হাঁড়ি রেস্টুরেন্ট ও কনভেনশন হলে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক এই সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়।

চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও প্রবাসী সমাজ কল্যাণ সমিতি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জিন্নাত বেলাল ও ভাইস চেয়ারম্যান আবদুল মান্নানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জিন্নাত বেলাল।

বেলা ১১ টায় ক্লাবের প্রবাসী সদস্যদের উপস্থিতিতে বিমানের টিকেটের মূল্য সহনীয় পর্যায়ে আনার ও টিকেট সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের দাবিতে দীর্ঘ মানববন্ধন শেষে প্রবাসী সদস্যদের পরিবারের সন্তানদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, গজল,নাতেরসুল, চিত্রাংকন ও মহিলাদের চেয়ার, বালিশ খেলা প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা এই দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে অগ্রণী ভূমিকা পালন করছে তাদের এই ভূমিকার জন্য সরকার তাদেরকে বীর রেমিটেন্স যোদ্ধা হিসেবে আখ্যায়িত করেছেন, বৈশ্বিক করোনা মহামারী কালীন দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে অগ্রণী ভূমিকা পালন করেছেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা তাই এই সরকার প্রবাসী ও তাদের পরিবারের সুযোগ সুবিধার জন্য নানামুখী উন্নয়ন মুলক উদ্যোগ গ্রহণ করেছেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি বলেন এই চট্রগ্রাম প্রবাসী ক্লাব মানবতার সংগঠন, প্রবাসীদের অধিকার আদায়ের সংগঠন, প্রবাসীদের অধিকার আদায়ের জন্য সব সময় রাজপথে থাকবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্লাবের বাৎসরিক হিসাব উপস্থাপন,এই সময় চট্রগ্রাম প্রবাসী ক্লাবের চন্দনাইশ, পটিয়া, সাতকানিয়া, রাঙ্গুনিয়া, রাউজান, আনোয়ারা, কর্ণফুলী, লোহাগাড়া, বোয়ালখালী, বাঁশখালী,চকরিয়া,পেকুয়া উপজেলা ও থানা  শাখার প্রবাসী প্রতিনিধি রা, অনুষ্ঠানে র প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণ ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

">
সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

জমকালো অনুষ্ঠান পালিত হল চট্টগ্রাম প্রবাসী ক্লাব লি: এর বর্ষপূর্তি।

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১ জানুয়ারী, ২০২২, ৩ years আগে, : 53

জমকালো অনুষ্ঠান পালিত হল চট্টগ্রাম প্রবাসী ক্লাব লি: এর বর্ষপূর্তি।

"প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় দেশের অর্থনীতি বাচাঁয়"এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পালিত হল চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও প্রবাসী সমাজ কল্যাণ সমিতি চট্টগ্রামের ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান।

বন্দরনগরী চট্টগ্রামের সাথে দক্ষিণ চট্টগ্রামের সংযোগ সড়ক শাহ আমানত সেতু (কর্ণফুলী নতুন ব্রিজ) সংলগ্ন হাঁড়ি রেস্টুরেন্ট ও কনভেনশন হলে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক এই সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়।

চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও প্রবাসী সমাজ কল্যাণ সমিতি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জিন্নাত বেলাল ও ভাইস চেয়ারম্যান আবদুল মান্নানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জিন্নাত বেলাল।

বেলা ১১ টায় ক্লাবের প্রবাসী সদস্যদের উপস্থিতিতে বিমানের টিকেটের মূল্য সহনীয় পর্যায়ে আনার ও টিকেট সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের দাবিতে দীর্ঘ মানববন্ধন শেষে প্রবাসী সদস্যদের পরিবারের সন্তানদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, গজল,নাতেরসুল, চিত্রাংকন ও মহিলাদের চেয়ার, বালিশ খেলা প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা এই দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে অগ্রণী ভূমিকা পালন করছে তাদের এই ভূমিকার জন্য সরকার তাদেরকে বীর রেমিটেন্স যোদ্ধা হিসেবে আখ্যায়িত করেছেন, বৈশ্বিক করোনা মহামারী কালীন দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে অগ্রণী ভূমিকা পালন করেছেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা তাই এই সরকার প্রবাসী ও তাদের পরিবারের সুযোগ সুবিধার জন্য নানামুখী উন্নয়ন মুলক উদ্যোগ গ্রহণ করেছেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি বলেন এই চট্রগ্রাম প্রবাসী ক্লাব মানবতার সংগঠন, প্রবাসীদের অধিকার আদায়ের সংগঠন, প্রবাসীদের অধিকার আদায়ের জন্য সব সময় রাজপথে থাকবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্লাবের বাৎসরিক হিসাব উপস্থাপন,এই সময় চট্রগ্রাম প্রবাসী ক্লাবের চন্দনাইশ, পটিয়া, সাতকানিয়া, রাঙ্গুনিয়া, রাউজান, আনোয়ারা, কর্ণফুলী, লোহাগাড়া, বোয়ালখালী, বাঁশখালী,চকরিয়া,পেকুয়া উপজেলা ও থানা  শাখার প্রবাসী প্রতিনিধি রা, অনুষ্ঠানে র প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণ ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।