সারাদেশের সাথে নড়াইলেও জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ শুরু হয়েছে।
আজ রবিবার সিভিল সার্জন, নড়াইল এর আয়োজনে সকালে নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। ২০ মার্চ থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ২৫ মার্চ পর্যন্ত।
জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ৫ থেকে ১৬ বছর বয়সী মোট ১ লক্ষ ৮৪ হাজার ৩শত ৯২ জন শিশুকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তারের সভাপতিত্বে সভায় পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা শিক্ষা কর্মকর্তা এস,এম, ছায়েদুর রহমান, সদও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ বিশ্বাস, পৌরসভার কাউন্সিলর মোঃ রেজাউল বিশ্বাস, শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু
নড়াইলে ১ লক্ষ ৮৪ হাজার ৩শত ৯২ জন শিশুকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা
২০ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0
