বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের।
আজ ১৭ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করা প্রতিটি শিশুকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করা হয়।
উপহার সামগ্রীতে সার্জিক্যাল মাস্ক সহ নবজাতকের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া হয়। উপহারপ্রাপ্তরা এতে উচ্ছোসিত বলে জানিয়েন তারা। একজন বলেন, বিষয়টা আমাকে বিমোহিত করেছে।
এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, আমাদের প্রিয় বঙ্গবন্ধু কিন্তু শিশুদের অত্যন্ত ভালোবাসতেন এবং মনে করতেন আজকের শিশুরাই ভবিষ্যতের কর্ণধার হিসেবে প্রাধান্য দিতেন।
বঙ্গবন্ধুর জন্মদিন কে শিশু দিবস হিসেবে পালন করার মাঝের একটা সৌন্দর্য আছে, বঙ্গবন্ধুর মতো আমরাও যদি শিশুদেরকে সমান গুরুত্ব দেই, তাদের অধিকার নিয়ে সোচ্চার হই, তবে বাংলাদেশে এক সোনালী ভবিষ্যত প্রজন্ম পাবে, এটাই প্রত্যাশা।
বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে ছাত্রলীগের প্রতিটা নেতাকর্মী, তাই নবজাতকের জন্য ছাত্রলীগের এ ভালবাসা। এ সময় উপস্থিত ছিলেন,ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় ছাত্রলীগের কয়েকজন ছাত্রনেতা।
পত্রিকা একাত্তর / শফিক আহমেদ ভুইয়া
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে নবজাতকদের জন্য ছাত্রলীগের উপহার
১৮ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0
