বঙ্গবন্ধু‘র জন্ম দিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে ডিসি স্কয়ার মাঠে প্রতুষ্যে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।
পরে সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন, সংরক্ষিত মহিলা সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, পুলিশ সুপার মোহাম্মাদ শহীদুল্লাহ পিপিএম, জেলা আওয়ামীলীগ সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নান, পৌরমেয়র মহিউদ্দিন আহমেদসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগন, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, জাতীয় পর্টি, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।
পত্রিকা একাত্তর / মিজানুর রহমান অপু
বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
১৭ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0
