নড়াইলে এইডস এর উপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ নড়াইল সিভিলসার্জন অফিসের আয়োজিত কর্মশালায় জেলার ২০ জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণকরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইলের সিভিল সার্জন ডাঃ নাসিমা আক্তার।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুল রহমান, ডাঃ সুব্রত হালদার। মাদকাসক্ত থেকে বিরত থাকা, ধর্মীয় অনুশাসন মেনে চলা, সততার সাথে জীবন যাপন আর নিরাপদ রক্ত ব্যবহারের মাধ্যমে অধিকাংশ সময় এইডস থেকে বাঁচা সম্ভব।
এছাড়া এইডস হলে সরকারি ভাবে চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে কর্মশালায় জানানো হয়।
পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু
এইডস হলে সরকারি ভাবে চিকিৎসার ব্যবস্থা: নড়াইল
৯ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0
