সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

ডোমারে প্রতি লিটার সয়াবিন তেল ১৮০–২০০ টাকা, বোতলে দাম না থাকায় ক্ষুব্ধ ক্রেতারা

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৬ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0

ডোমারে প্রতি লিটার সয়াবিন তেল ১৮০–২০০ টাকা, বোতলে দাম না থাকায় ক্ষুব্ধ ক্রেতারা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছে উত্তর জনপদ নীলফামারীর ডোমারের সাধারণ ক্রেতারা। প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা দরে। এছাড়া তেলের বোতলে দাম মুছে বিক্রি করায় ক্ষোভ ঝাঁড়ছেন ক্রেতারা।
গত সপ্তাহ ধরে বাজারে সবজির দামও বেড়ে চলেছে। যা সাধারণ নিম্ন-মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের নাগালের বাইরে। এমন পরিস্থিতিতে ক্রেতারা ক্ষুব্ধ হলেও, নেই কোনো বাজার মনিটরিং ব্যবস্থা। এরই সুযোগ নিচ্ছে অসাধু কালোবাজারি সিন্ডিকেট।
সরেজমিনে কাঁচাবাজার ঘুরে জানা গেছে, অধিকাংশ সবজির দাম বৃদ্ধি পেয়েছে। গত ৭ দিন আগে ৩০ টাকার পিঁয়াজ ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর কেজি ৭ টাকা ছিল আর এখন ১২ টাকা, ২০ টাকার মরিচ ৬০ টাকা, ৪০ টাকার আদা ৭০ টাকা,২০ টাকার ফুলকপি ৩০ টাকা ১৫ টাকার বেগুন ২০ টাকা,১৫ টাকার বাঁধাকপি ২০ টাকায় বিক্রি হচ্ছে।
দিনমজুর ক্রেতা ফরিদ ইসলাম জানান, সারাদিনে রিকশা চালিয়ে ৩০০ টাকা উপার্জন করি। এরমধ্যে এক লিটার সয়াবিন তেল কিনতে হয় ১৮০ টাকা দাম। আবার ৭ টাকার লাঙ্গল সাবান ১৩ টাকা; অন্যদিকে চাল, ডাল তো আছেই। এভাবে দাম বাড়লে কিভাবে চলবো আমরা? রিকশা চালিয়ে ১০ টাকার ভাড়া ১২ টাকা চাইলেই যাত্রীরা দুর্ব্যবহার করে, এভাবে চললে আমরা পথে মারা যাবো।
আরেক ক্রেতা মুহাম্মদ হোসাইন প্রামাণিক বলেন, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে সয়াবিন তেলের দাম বেড়েছে। ১৬০–১৬৫ টাকার সয়াবিন তেল এখন ১৮০–২০০ টাকায় বিক্রি হচ্ছে। এটা আমাদের জন্য কষ্টসাধ্য। গত সপ্তাহে ২ লিটার কিনলেও আজ ১ লিটারের বেশি কিনতে পারলাম না। আরেকটি জিনিস দেখলাম, সয়াবিন তেলের বোতলে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ থাকলেও, নেই দামের কোনো চিহ্ন। এটি ক্ষুব্ধ করছে আমায়।
বোতলের দাম মুছে সয়াবিন তেল বিক্রি করার কারণ জানতে চাওয়া হলে, একাধিক দোকানদার বিষয়টি এড়িয়ে যান। আবার কেউ বা এ বিষয়ে কথা বলতে চান নি। এছাড়া বাজারের দাম মনিটরিংয়ের ব্যাপারে প্রশাসনের কাছে জানতে চাওয়া হলে অসাধু কালোবাজারি সিন্ডিকেট নতুন সংকট তৈরি করবে বলে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তবে খুব দ্রুত বিষয়টি নিয়ে মাঠে নামবে বলে জানায় প্রশাসন।
পত্রিকা একাত্তর/ রিশাদ