করমজল পর্যটন কেন্দ্রে দেশের বিভিন্ন জেলা থেকে পরিবার সহ বেড়াতে আশা পর্যটকরা বলেন আমার করোনার কারনে বন্ধ থাকায় অনেকদিন সুন্দরবনে বেড়াতে আসতে পারি নাই।তাই অনেকদিন পর পরিবার সহ বেড়াতে এসে আমাদের খুব ভালো লাগছে।

মোংলা করমজল পর্যটনকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন করোনার কারনে দীর্ঘদিন বন্ধ থাকায় করমজল সহ সুন্দরবনে পর্যটকদের উপস্থিতি অনেক কম ছিলো। বর্তমানে পর্যটকদের উপস্থিতি দিন দিন বাড়তে শুরু করেছে।আজ খৃষ্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান "বড়দিন" দিনটি উপলক্ষে সকল শিক্ষাপ্রতিষ্ঠান সহ সরকারী, বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

এছাড়া শুক্রবার ও শনিবার সরকারি ছুটি ছিলো।সব মিলিয়ে পরপর তিন ছুটি থাকায় আজ পর্যটকদের উপস্থিতি অন্যান দিনের তুলনায় অনেক বেশী। আশা করি এভাবে যদি পরর্বতীতেও পর্যটক সুন্দরবনে আশা অব্যহত রাখে তাহলে সরকারি রাজস্ব অনেক বৃদ্ধি পাবে। পর্যটন খাত থেকে প্রতিবছর সরকারের যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে তা পূরন করাও সম্ভব হবে বলে জানান তিনি।

বাগেরহাট জেলা প্রতিনিধিঃ শেখ আবু তালেব।

">
সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

পর্যটক মুখরিত সুন্দরবনের করমজল

পত্রিকা একাত্তর

পত্রিকা একাত্তর

২৫ ডিসেম্বর, ২০২১, ৩ years আগে, : 0

পর্যটক মুখরিত সুন্দরবনের করমজল

২৫ শে ডিসেম্বর (শনিবার) খৃষ্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব "বড়দিন" দিনটি উপলক্ষে সুন্দরবনের পর্যটন স্পষ্ট "করমজল" পর্যটকদের পদচারণায় মুখরিত।

করমজল পর্যটন কেন্দ্রে দেশের বিভিন্ন জেলা থেকে পরিবার সহ বেড়াতে আশা পর্যটকরা বলেন আমার করোনার কারনে বন্ধ থাকায় অনেকদিন সুন্দরবনে বেড়াতে আসতে পারি নাই।তাই অনেকদিন পর পরিবার সহ বেড়াতে এসে আমাদের খুব ভালো লাগছে।

মোংলা করমজল পর্যটনকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন করোনার কারনে দীর্ঘদিন বন্ধ থাকায় করমজল সহ সুন্দরবনে পর্যটকদের উপস্থিতি অনেক কম ছিলো। বর্তমানে পর্যটকদের উপস্থিতি দিন দিন বাড়তে শুরু করেছে।আজ খৃষ্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান "বড়দিন" দিনটি উপলক্ষে সকল শিক্ষাপ্রতিষ্ঠান সহ সরকারী, বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

এছাড়া শুক্রবার ও শনিবার সরকারি ছুটি ছিলো।সব মিলিয়ে পরপর তিন ছুটি থাকায় আজ পর্যটকদের উপস্থিতি অন্যান দিনের তুলনায় অনেক বেশী। আশা করি এভাবে যদি পরর্বতীতেও পর্যটক সুন্দরবনে আশা অব্যহত রাখে তাহলে সরকারি রাজস্ব অনেক বৃদ্ধি পাবে। পর্যটন খাত থেকে প্রতিবছর সরকারের যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে তা পূরন করাও সম্ভব হবে বলে জানান তিনি।

বাগেরহাট জেলা প্রতিনিধিঃ শেখ আবু তালেব।