দশমিনায় ইলিশ জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২১-২২ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের আওতায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে উপজেলার ১০ জন সুফল ভোগী ইলিশ জেলেদের মধ্যে ১০টা বকনা বাছুর বিতরন করা হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলা মৎস অফিস চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ উপকরণ বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে উপকরন বিতরন অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এস এম শাহজাদা এমপি পটুয়াখালী-৩ আসন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনিছুর রহমান তালুকদার, দশমিনা উপজেলা চেয়ারম্যান আব্দুল আজীজ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃনাসির পালোয়ান প্রমুখ।
উপকরন বিরতন অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবু আলম তালুকদার।