সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

মহেশখালী মাতারবাড়ীতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২১, ৩ years আগে, : 3

মহেশখালী মাতারবাড়ীতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

মহেশখালী উপজেলার মাতারবাড়ী উপকূলের প্রায় আধা কিলোমিটার অরক্ষিত এলাকায় স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের  দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

আজ ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২ টার সময় উপজেলার মাতারবাড়ী সাইরার ডেইল জালিয়া পাড়া গ্রামের বেঁড়িবাধ এলাকায় সাইরার ডেইল ক্ষতিগ্রস্ত জালিয়া পাড়াবাসীর আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্টিত হয়। 

মানববন্ধনে মাতারবাড়ী মৎস্য ব্যবসায়ীর সমিতির সভাপতি মোহাম্মদ মফিজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জয়নাল আবেদীনের পরিচালনায় বক্তব্য রাখেন, স্থানিয় সাবেক মেম্বার হামেদ হোসাইন খোকা, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফয়জুল কাদের ফয়জু, স্থানীয় ক্ষতিগ্রস্ত ইসমাইল, আব্দুল গফুর, বাদশাহ, মোকতার আহমদ,আজগর বহাদ্দার, নাছির বহাদ্দার এক, নাছির বহাদ্দর দুই, ইলিয়াছ বহাদ্দার প্রমুুখ। এছাড়াও শত শত ক্ষতিগ্রস্ত পরিবারের নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।

এসময় বক্তারা বলেন, সাইরার ডেইলের দক্ষিণে পশ্চিমে কয়লা বিদ্যুৎ প্রকল্পের পাথরের বেড়িঁবাধের পানির ধাক্কা ঘুরে ফিরে এসে সাইরার ডেইল জালিয়া পাড়া এসে লাগায় লোকালয়ে পানি প্রবেশ করছে। এছাড়া সাইরার ডেইল জালিয়া পাড়া এলাকায় বেড়িঁবাধ নির্মাণ না করায় প্রতিনিয়ত জোয়ারের পানি উঠানামা করছে ফলে জোয়ারের পানিতে ঘরবাড়ি রাস্তাঘাট প্রতি বর্ষা মৌসুমে প্লাবিত হয়ে তলিয়ে যায়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এছাড়া বিভিন্ন সময় পানি মন্ত্রণালয়ের সচিব ও পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) কর্মকর্তারা সাইরার ডেইল জালিয়া পাড়া অরক্ষিত এলাকা পরির্দশন করে গেলেও যুগ যুগ ধরে সাগরের লোনা পানিতে মাতারবাড়ীর মানুষ ভাসছে। প্রতিবারই এমন পরিস্থিতিতে শুধু আশ্বাসবাণী শোনালেও কার্যত রক্ষা বাঁধ তৈরির কোনো উদ্যোগ কখনও নেওয়া হয়নি।

এছাড়া সরকারের মেগা প্রকল্প তাপ ভিত্তিক কয়লা বিদ্যুৎ,  গভীর সমুদ্রবন্দরের জন্য আমরা জমাজমা দিয়ে দিয়েছে কোন কর্ণপাত না করে। আমাদের বাপ-দাদার সহায় সম্পত্তির উপর করা মেগা প্রকল্প দিয়ে সারা দেশ আলোকিত হবে অথচ একটি বেঁড়িবাধ আমাদের স্বপ্ন রয়ে গেল।

অন্তত বর্ষা মৌসুম ঠেকাতে জিও ব্যাগ দিয়ে হলে ও অরক্ষিত এলাকায় দ্রুত বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।

শফিউল আলম: মহেশখালী উপজেলা প্রতিনিধি।