৫ ফেব্রুয়ারী (শনিবার) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে তাদেরকে চট্টগ্রাম কারাগারে পৌঁছানো হয়। এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম।
তিনি আরো জানান,মেজর সিনহা হত্যা মামলার রায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত প্রদীপ কুমার দাশ ও ইনস্পেক্টর লিয়াকতকে চট্রগ্রাম কারাগারের ৩২ নম্বর সেলে রাখা হয়েছে।
উল্লেখ্য যে, গত ৩১ জানুয়ারী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় প্রদীপ কুমার ও লিয়াকতকে মৃত্যুদন্ড দেওয়া হয় এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।
পত্রিকা একাত্তর/ এফ.করিম