নড়াইলে মাদক মামলায় রেজাউল ইসলাম রেজা(৪৫) একজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার বেলা ১১টায় দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় ৫০ হাজার টাকা জরিমনানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড প্রদান করেন আদালত। দন্ডপ্রাপ্ত যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা(পূর্বপাড়া) গোলাম কুদ্দুস মোল্যার ছেলে।
মামলা বিবরণে জানা যায়, এসআই কিশোর কুমার মজুমদার নড়াইল সদর থানার সিংগাশোলপুর দক্ষিনপাড়া পাকা রাস্তার উপরে গত ১৩-১০-২০১৩ তারিখে যানবাহন তল্লাশী করার সময় যশোর-এন-১১-০৫৯৪ নং টেকার গাডী থামিয়ে যাত্রীদের তল্লাশী করেন। গাড়ীর যাত্রী রেজাউল ইসলাম রেজাকে দেখে সন্দেহ হলে তাকে গাড়ী থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
এসময় সে জানায় যে, তার হাতে থাকা ব্যাগে ফেনসিডিল আছে। পুলিশ সাক্ষীদের সামনে আসামির হাতে থাকা ব্যাগ হতে ৫২ বোতল (৫.২ কেজি) ফেনসিডিল উদ্ধার করেন। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের করে পুলিশ।
পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু
নড়াইলে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড
৩ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
