সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন প্রতিপক্ষের হামলায় বাবা-মা-ছেলে আহত গুরুদাসপুরে মাদকব্যবসার জের ধরে হত্যা, ২জন আটক উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১ জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র ইটভাটায় পুড়িয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, ২ জন পলাতক ইটভাটা চাঞ্চল্যকর হত্যা মামলা, ৫ জনের যাবজ্জীবন ৫’শ টাকার জন্য রাজু কে হত্যা দায়িত্বরত ট্রাফিক, টহল পুলিশদের ইফতার পাঠালেন মাশরাফী সাভারে খেলার মাঠে যুবকের মরদেহ উদ্ধার

মানব সেবায় 'ফ্রি মোশান বাই ফিরোজ হাসান'

মোহাম্মদ শাহেদ

মোহাম্মদ শাহেদ

১৬ জানুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0

মানব সেবায় 'ফ্রি মোশান বাই ফিরোজ হাসান'
হেলমেটের আড়ালে ফিরোজ হাসান

অসংখ্য তরুণ সমাজের নানা প্রান্তে কাজ করে যাচ্ছেন সমাজ পরিবর্তনের লক্ষ্যে, তাদেরই একজন ফিরোজ হাসান। অবশ্য ফিরোজ হাসান নামে খুব কম সংখ্যক লোক তাকে চিনে থাকেন। অধিকাংশ মানুষ 'ফ্রি মোশান' নামেই তাকে চিনেন। মূলত তার নাম হচ্ছে 'ফিরোজ হাসান'। বাইক নিয়ে ঘুরে বেড়ান পাহাড়-পর্বত, বন-জঙ্গলে। শুরুতে ভ্রমণকালে আশেপাশের বিভিন্ন মনোরম দৃশ্য ভিডিও করে আপলোড দিতেন ফেসবুকে। ভ্রমণে আসা যাওয়ার মাঝে কোনো গরিব, পথশিশু চোখে পড়লে তাদের সাহায্য-সহযোগিতা করতেন তিনি।

এক সময় চিন্তা করলেন, এসব সাহায্যের ঘটনা ভিডিও করে করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিলে আরও অনেকে অনুপ্রাণিত হবেন। সেই চিন্তা থেকেই মানবসেবার দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করে তা সোশ্যাল মিডিয়াতে আপলোড শুরু করেন।  

তার অফিশিয়াল ফেইসবুক পেইজে অনুসারী সংখ্যা ২৬ লাখের অধিক। এবং তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল অনুসারীদের সংখ্যা ৭ লক্ষের অধিক। তার চিন্তা ধারা দেশ এবং দেশের মানুষকে ভালো কিছু উপহার দেয়া, তাদের জন্য ভালো কিছু করতে পারা, এটাই তার মূল লক্ষ্য। তার অসংখ্য ভিডিও রয়েছে যেখানে তিনি বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে সহায়তা করেছেন কিন্তু তার নিজের ফেইস কখনো কারো সামনে প্রেজেন্ট করেননি। তিনি নিজেকে লুকিয়ে মানুষকে সহযোগিতা করতে পছন্দ করেন বলে কেবলমাত্র হেলমেট এর মাধ্যমে নিজেকে লুকিয়ে মানুষদের সহযোগিতা করে যাচ্ছে নিরলসভাবে।

এ নিয়ে ফিরোজ হাসান বলেন, আমি খুব ট্রাভেল করি, বাইক নিয়ে এদিক-ওদিক ঘুরে বেড়াই আর আসা যাওয়ার মাঝে যতটুকু পারা যায় গরিব মানুষদের সাহায্য করতাম। এক সময় মনে হলো আমার এ কাজ যদি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেই, হয়তো আরও অনেকে আমার কাজ গুলো দেখে অনুপ্রাণিত হবে। তারাও এমন কাজ করবে। সেই চিন্তা থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ভিডিও শুরু করি। 

ইতিমধ্যে ফিরোজ হাসানের কাজ গুলো দেখে তরুণ সমাজের অনেক তরুণ-তরুণী মানব সেবায় নিজেকে বিলিয়ে দিচ্ছেন, মানব সবায় বিভিন্নভাবে নিরলস ভাবে মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন। 

ভিডিওগুলোতে দেখা যায়, বাইক নিয়ে কোথাও যাওয়ার পথে ফুল বিক্রেতা ছোট্ট শিশুরা দৌড়ে এলে তাদের থেকে বিশ টাকা মূল্যের ফুল নিয়ে বিনিময়ে দিচ্ছেন এক হাজার টাকার নোট। আবার গরিব দুঃস্থদের সঙ্গে নিয়ে দোকান থেকে কিনে দিচ্ছেন চাল, ডাল, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্যদ্রব্য; বস্ত্রহীনদের কিনে দিচ্ছেন জামাকাপড়। তরুণদের অনুপ্রেরণা জোগাতে ফিরোজের এই ভিন্ন ধরনের মানবসেবা নেটিজনদের প্রশংসায় ভাসছে। লাখ লাখ তরুণ তার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে সমাজসেবায় নিজেকে নিয়োজিত করছে।