সেফুদার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতি তে আঘাতের অভিযোগ এনে প্রবাসী সেফাতউল্লাহ ওরফে সেফুদার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বুধবার বেলা ১১টায় ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামস জগলুল হোসেনের আদালতে তার বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০২১ সালের ৯ই এপ্রিল অস্ট্রিয়ার ভিয়েনা প্রবাসী সেফুদা তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে পবিত্র কোরআন সম্পর্কে বিভিন্ন ধরনের আজেবাজে কথা বলে কোরআন অবমাননা করেন। তিনি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও বিভিন্ন সময়ে কুরুচিপূর্ণ, অশ্লীল, আক্রমণাত্মক ও অকথ্য ভাষায় গালাগাল করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ফলে মামলাটির আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো। আজ বুধবার ১৯ জানুয়ারি ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-সামছ জগলুল হোসেন এ আদেশ দেন। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হলেও সাক্ষী না আসায় সাক্ষ গ্রহণ হয়নি বলে জানিয়েছে রাষ্ট্র পক্ষের আইনজীবী।
আতালত পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় আদালতে সেফুদার বিচার শুরু
১৯ জানুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
