“নাটক জীবন যুদ্ধের হাতিয়ার, নাটক জীবনের প্রকাশিত সত্য”—এই স্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে রংপুর পদাতিক কর্তৃক আয়োজিত নাট্যোৎসবে ডোমার নাট্য সমিতির পরিবেশনায় নাটক ‘উন্মনা মন’ মঞ্চায়িত হয়েছে।
রংপুর পদাতিকের ৪০ বছরের গৌরবময় সাফল্যের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাত দিন ব্যাপী নাট্যোৎসবে চন্দন সেন’র রচনায়, আরমিন আক্তার জাহান ও মাসুদ বিন আমিন সুমনের নির্দেশনায় মঞ্চনাটক ‘উন্মনা মন’ মঞ্চায়ন করা হয়। নাটকটিতে প্রকৃত মানুষদের মূল্যায়ন দেওয়ার আহ্বান জানানো হয়।
নাটকটির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেন—আসাদুজ্জামান চয়ন, পরশ চন্দ, আরমিন আক্তার জাহান, মাসুদ বিন আমিন সুমন, সোহেল এসকে, সামিউল আরেফিন হৃদয়, শুভ ভৌমিক প্রমুখ অন্যান্যরা। নাটকটি মঞ্চায়নের পর ‘ডোমার নাট্য সমিতি’ কে অংশগ্রহণ মূলক শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
রংপুর পদাতিকের ৪০ বছরের গৌরবময় সাফল্যের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাত দিন ব্যাপী নাট্যোৎসবে চন্দন সেন’র রচনায়, আরমিন আক্তার জাহান ও মাসুদ বিন আমিন সুমনের নির্দেশনায় মঞ্চনাটক ‘উন্মনা মন’ মঞ্চায়ন করা হয়। নাটকটিতে প্রকৃত মানুষদের মূল্যায়ন দেওয়ার আহ্বান জানানো হয়।
নাটকটির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেন—আসাদুজ্জামান চয়ন, পরশ চন্দ, আরমিন আক্তার জাহান, মাসুদ বিন আমিন সুমন, সোহেল এসকে, সামিউল আরেফিন হৃদয়, শুভ ভৌমিক প্রমুখ অন্যান্যরা। নাটকটি মঞ্চায়নের পর ‘ডোমার নাট্য সমিতি’ কে অংশগ্রহণ মূলক শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।