গত বছর ঢাকার বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জগঠন) বিষয় আদেশের জন্য আগামী ১৮ মে দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন এ দিন ধার্য করেন।
এদিন মামলার বাদী চিত্রনায়িকা পরীমণি ও তার স্বামী শরিফুল রাজ সহ সকাল সাড়ে ৯ টা ৫৩ মিনিটে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ নম্বর আদালতে উপস্থিত হন।
তার উপস্থিতিতে মামলার অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। অপরদিকে, নাসিরসহ তিন আসামি আদালতে হাজিরা দেন। এসময় তাদের আইনজীবী অব্যাহতি চেয়ে আবেদন করেন।
পরীমণির আইনজীবী অভিযোগ গঠন করতে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক এ বিষয় আদেশের জন্য ১৮ মে দিন ধার্য করেন।
পরীমণি গণমাধ্যমকে বলেন, আমি শেষ পর্যন্তু লড়ে যাবো,আমি ন্যায় বিচার চাই। আশা করি আদালত আমাকে ন্যায় বিচার দিবেন।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা
চিত্রনায়িকা পরীমণি'র মামলার শুনানি ১৮ মে
২০ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
