সিদ্দিকুর রহমান সিদ্দিক একজন বাংলাদেশী টেলিভিশন অভিনেতা। তিনি এক পর্বের টেলিভিশন নাটক ও ধারাবাহিকে বেশিরভাগ সময় কমেডি চরিত্রে অভিনয় করে থাকেন।
২০১৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘এইতো ভালোবাসা’ মুক্তি পেয়েছিল। তার বিপরীতে নায়িকা ছিলেন অভীনেত্রী নিপুন। অভিনয়ের ব্যস্ততার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যেই এখন বিজ্ঞাপন নির্মাণ করেন তিনি।
তবে দীর্ঘদিন পর নতুন একটি বিজ্ঞাপন পরিচালনা করতে যাচ্ছে সিদ্দিক। নয়া পল্টন চায়না টাউন শপিং সেন্টারের নতুন এই বিজ্ঞাপনটি টিভিতে প্রচার শুরু হবে।
বিজ্ঞাপনটিতে অংশগ্রহণ করেছে নায়ক ইমন, নায়িকা তানহা তাসনিয়া, টিকটক সেলিব্রিটি অনামিকা ঐশী, নবাগত নায়িকা আরিয়ানা জামান, নায়ক সিয়াম সহ অনেকে।
বিজ্ঞাপনটি প্রসঙ্গে সিদ্দিকুর বলেন, অভিনয়ের মতো পরিচালনার কাজটি দারুণ উপভোগ করি। এবারের বিজ্ঞাপনটি খুব অল্প সময়েই বড় পরিসরে নির্মাণ করেছি।
তাই আমি বিশ্বাস করি এটি প্রচারে আসার পর দর্শকের ভালো সাড়া পাবো।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা
ইমন-তানহাকে নিয়ে বিজ্ঞাপন নির্মাণ করছেন সিদ্দিকুর রহমান
১৮ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
