বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা চমক তারা। খুব অল্প সময়ে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছে। 'মা বাবার সন্তান’ ছবির মধ্যে দিয়ে বড় পর্দায় অভিষেক হয় চমক তারার। এখন পর্যন্ত তার ৯ টি ছবির আইটেম সং মুক্তি পেয়েছে। সম্প্রতি গ্রামীণ পটূভূমিতে নির্মিত হয়েছে ‘নাও’ সিনেমা সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চমক তারা। ''নাও' কাহিনী লিখেছেন ময়না আজমেরি এবং সিনেমাটি পরিচালনা করেছেন রুবেল মাহমুদ। এরই মধ্যে রাজধানীর অদূরে উলুখোলা এলাকায় সিনেমাটির শূটিং হয়েছে। রোজায় প্রচন্ড গরমের মধ্যেই শিল্পীরা এই সিনেমার শূটিংয়ে অংশ নিয়েছেন।
চমক তাঁরা বলেন, অনেকদিন পর একটি মনের মতো গল্পের সিনেমায় কাজ করার সুযোগ পেলাম। সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। এতে আমি শ্রদ্ধেয় মাসুম আজিজ ভাই, শ্রদ্ধেয় রেহানা জলি আপার সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি। তারা দুজন এদেশের কিংবদন্তি অভিনয় শিল্পী। তাদের সঙ্গে কাজ করে নিজের অভিনয়কে আরও সমৃদ্ধ করার চেষ্টা করেছি। দুজনই আমাকে খুব স্নেহ করেছেন, অভিনয় সম্পর্কে অনেক কিছু জেনেছি তাদের কাছ থেকে। এ ছাড়া পরিচালক থেকে শুরু করে সহশিল্পী হিসেবে আরও যারা কাজ করেছেন প্রত্যেকেই ভীষণ আন্তরিক ছিলেন। গ্রামীণ পটূভূমিতে নির্মিত এই সিনেমাটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। আশা করি দর্শকদের অনেক ভালো লাগবে।
চমক তারা আরোও বলেন- আমি একটি ইউটিউব চ্যানেল চালু করেছি। যার নাম Chamok Tara। বর্তমানে আমার ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত সময় পার করছি। আপনারা সবাই আমার চ্যানেলের জন্য দোয়া করবেন।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা
গ্রামীণ পটূভূমিতে নির্মিত 'নাও' চলচ্চিত্রে চমক তারা
১৭ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
