জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের এই দুই জনপ্রিয় তারকা। দীর্ঘ ৫ বছর প্রেম করার পর অবশেষে মনের মানুষকে পেলেন রণবীর ও আলিয়া।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে সাতপাকে বাঁধা পড়েন রণবীর ও আলিয়া। পরিবার ও নিকটাত্মীয়দের উপস্থিতিতেই বিয়ে সারলেন বলিউডের ‘মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর’। বিয়ের সময় উচ্চারিত হয়েছে গায়ত্রী মন্ত্র। বিয়ের মণ্ডপে রাখা হয়েছিল প্রয়াত ঋষি কাপুরের ছবি।
বিয়েতে নববধূ আলিয়াকে আটটি হীরে খচিত ব্যান্ড দিয়েছেন রণবীর। আট নম্বরকে লাকি মনে করেন তিনি। সেই কারণেই এ উপহার। বিয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নীতু কাপুর বলেছেন, ‘সেরা বউমা পেয়েছেন তিনি।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা
সাতপাকে বাঁধা পড়লেন বলিউড তারকা রণবীর-আলিয়া
১৪ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
