ঢাকাই চলচ্চিত্রের এই সময়ের অন্যতম ব্যস্ততম চিত্রনায়ক অনিক রহমান অভি। আজ ১১ এপ্রিল এই অভিনেতার জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইলো।
প্রায় বছর খানেক চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে ছিলেন চিত্রনায়ক অনিক রহমান অভি। মোহাম্মদ আসলাম পরিচালিত ‘আসামি’ সিনেমা নিয়ে ব্যস্ত আছেন। ‘আসামি’ সিনেমায় অভির বিপরীতে অভিনয় করছেন নবাগত করবী ও আসমা ঝিলিক। এছাড়া আরো রয়েছেন—আমির সিরাজী, রেবেকা, শিবা সানু প্রমুখ।
বর্তমানে অভির বেশ কয়েকটি সিনেমার শুটিং বাকি আছে তা খুব তাড়াতাড়ি শুটিং শেষ করার পরিকল্পনা করছে। নতুন আরো চলচ্চিত্র ও নাটকে চুক্তিবদ্ধ হওয়ার কথা চলছে। এরই মধ্যে বেশকিছু প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত ও বিজ্ঞাপনে কাজ করছে। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির সঙ্গে ‘সাহসী যোদ্ধা’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন অভি এখন শুধু মুক্তির অপেক্ষায় রয়েছে।
উল্লেখ্য-অনিক রহমান অভি অভিনীত সিনেমা ‘আগে যদি জানতাম তুই হবি পর’, ‘সেদিন বৃষ্টি ছিল’, ‘পোস্টমাস্টার ৭১’, ‘ভালোবাসা ডটকম’সহ বেশকিছু চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ডাইরেক্ট অ্যাটাক’, ‘আমার সিদ্ধান্ত’, ‘বদলা’ ‘পরাণ পাখি’, ‘আবার বৃষ্টি এলো’ ‘হুরমতি’ প্রভৃতি।
পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা
শুভ জন্মদিন চিত্রনায়ক অভি
১১ এপ্রিল, ২০২২, ৩ years আগে, : 0
